Aamir Khan Birthday

‘মুখ ঢেকে নাও’, মধ্যরাতে বাড়ি থেকে বেরোতেই শাহরুখকে কেন এমন পরামর্শ দিলেন আমির?

বুধবার মধ্যরাতে আমির খানের পালি হিলসের বাড়িতে হাজির হলেন শাহরুখ-সলমন। বাড়ি থেকে বেরোনোর সময় শাহরুখকে মুখ ঢাকতে বলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৪:২৭
Share:

শাহরুখ-সলমন-আমির, তিন খান এক জায়গায়। ছবি: সংগৃহীত।

তাঁরা দীর্ঘ দিনের বন্ধু। যদিও মাঝে একটা সময় মনোমালিন্যের জেরে বন্ধ ছিল বাক্যালাপ। সম্পর্কের বরফ গলেছে গত কয়েক বছরে। বিপদের দিনে একে অপরের পাশে থাকেন তাঁরা। আমির খান, সলমন খান ও শাহরুখ খানকে বলিউডের একচ্ছত্র অধিপতি বলাই যায়। বছরের পর বছর তাঁরা মুগ্ধ করছেন দর্শকদের। এ বার তাঁদের পরবর্তী প্রজন্ম পা রাখছে বলিউডে। বুধবার মধ্যরাতে আমির খানের পালি হিলসের বাড়িতে হাজির হলেন শাহরুখ-সলমন। সাক্ষাৎ সেরে বাড়ি থেকে বেরোনোর সময় শাহরুখকে মুখ ঢেকে নেওয়ার পরামর্শ দেন আমির।

Advertisement

আগামী ১৪ মার্চ ৬০-এ পা দিতে চলেছেন আমির। তিন খানের মধ্যে আমিরই প্রথম পাবেন ‘প্রবীণ নাগরিক’-এর তকমা। অভিনেতার প্রাক্‌-জন্মদিন উদ্‌যাপনের জন্য নাকি তাঁর বাড়িতে মিলিত হন বাকি দুই খান! আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষে দেশের একটি সিনেমাহল চেন-এ আমির খানের ছবি নিয়ে একটা উৎসব শুরু হবে।

অভিনেতার বাড়িতে বুধবারের আড্ডা শেষে বাড়ি ফেরার সময় সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় সলমন-শাহরুখকে। তত ক্ষণে বাইরে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে পড়েছেন আলোকচিত্রীরা। আগেভাগে তা দেখে নিয়ে শাহরুখকে মুখ ঢাকতে বলেন আমির। কালো হুডিতে মুখ ঢেকেই বেরিয়ে যান শাহরুখ। সলমন বেরোন আলাদা গাড়িতে। তিন খানের একসঙ্গে ছবি পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল আলোকচিত্রীদের, তা অধরাই রয়ে গেল এ রাতে। যদিও অনেকে বলছেন, তিন খানকে নাকি শীঘ্রই কোনও ছবিতে দেখা যাবে, তারই পরিকল্পনা চলছে।

Advertisement

ছ’মাস আগেই নাকি শাহরুখ ও সলমনের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলেন আমির। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, “ছ’মাস আগে আমি, সলমন ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়।”

আমিরই উদ্যোগী হয়েছিলেন তিন খানের একসঙ্গে ছবির। অভিনেতা বলেন, “তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সলমনকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত।” আমির আরও বলেন, “আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement