Entertainment News

আব্রামের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেন শাহরুখ

ছবিতে দেখা যাচ্ছে আলো দিয়ে সাজানো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। পাশে আব্রাম। ক্যাপশনে লেখা ‘মেরি ক্রিসমাস’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১২:০৩
Share:

শাহরুখ এবং আব্রাম। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ক্রিসমাসের আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জিরো’। যদিও সে ছবি অধিকাংশ দর্শকের পছন্দ হয়নি। তাই ক্রিসমাসে কিছুটা হলেও মনখারাপ কিঙ্গ খানের। তবে ছেলের আবদার রাখতেই হয়েছে। তাই আব্রামের সঙ্গে ক্রিসমাসের আগেই সেলিব্রেট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের সেই ছবি শেয়ার করেছেন গৌরী খান।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে আলো দিয়ে সাজানো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। পাশে আব্রাম। ক্যাপশনে লেখা ‘মেরি ক্রিসমাস’।

‘জিরো’ মুক্তির আগে শাহরুখ বলেছিলেন, তাঁর এই ছবিটাই আব্রাম প্রথম দেখবে। এর আগে ‘যব হ্যারি মেট সেজল’-এর সময় আব্রামের বয়স ছিল তিন। সে ছবি দেখলেও নাকি ছেলের তেমন কিছু মনে নেই। তাই ‘জিরো’ দেখে আব্রামের কেমন লাগবে, সেটা শাহরুখের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তবে ছবি মুক্তির পর ছেলে আদৌ তা দেখেছে কিনা, তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেননি শাহরুখ।

Advertisement

আরও পড়ুন, কোন দুঃখ শাহরুখের সঙ্গে শেয়ার করেছিলেন ক্যাটরিনা?

Merry Christmas ❤

A post shared by Gauri Khan (@gaurikhan) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement