Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

৩০ নভেম্বর ২০২১ ই-পেপার

কোন দুঃখ শাহরুখের সঙ্গে শেয়ার করেছিলেন ক্যাটরিনা?

নিজস্ব প্রতিবেদন
২০ ডিসেম্বর ২০১৮ ১৭:৪২
শাহরুখ এবং ক্যাটরিনা।

শাহরুখ এবং ক্যাটরিনা।

‘জিরো’। আগামিকাল মুক্তি পেতে চলেছে আনন্দ এল রাইয়ের বহু প্রতীক্ষিত এই ছবি। এ ছবি যতটা শাহরুখের, ততটাই অনুষ্কা শর্মা বা ক্যাটরিনা কইফের। কারণ সেই একাত্মতা নিয়েই সকলে অভিনয় করেছেন। শুটিংয়ে তৈরি হয়েছিল কিছু ব্যক্তিগত মুহূর্তও। তেমনই এক মুহূর্তে নিজের মন খারাপের কথা শাহরুখের সঙ্গে শেয়ার করেন ক্যাটরিনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনা জানিয়েছেন, গত ১০ বছরে তাঁকে কেউ ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেননি। এই মন খারাপের কথা ‘জিরো’র সেটে শাহরুখের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। আর শাহরুখই নায়িকার মন ভাল করতে মজার উপায় বের করেছিলেন।

সে দিন নাকি শাহরুখ বলেছিলেন, ‘‘তুমি এখন আমার শহর মানে দিল্লিতে রয়েছে। তোমাকে নিয়ে আজ রাতে ডেটে যাব। দিল্লি দেখাব। আর ঠিক সে সব জিনিসই করব, যা তুমি চাও।’’ এই উপায়ের কথা শুনে মন ভাল হয়ে গিয়েছিল ক্যাটরিনার। অর্থাত্ শাহরুখের ‘কিং অব রোম্যান্স’ তকমা শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও সমান ভাবে প্রযোজ্য।

Advertisement

আরও পড়ুন, আমার এক্সাইটমেন্টটা ভেতরেই থাকবে, বলছে জোজো

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)Tags:
Katrina Kaif Shah Rukh Khan Bollywood Celebritiesক্যাটরিনা কইফশাহরুখ খান

আরও পড়ুন

Advertisement