সেনন পরিবারে খুশির হাওয়া। বাজতে চলেছে বিয়ের সানাই। সূত্রের খবর, সাতপাকে বাঁধা পড়বেন কৃতি সেননের বোন নূপুর সেনন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। খবর, ২০২৬ সালের জানুয়ারিতেই বিয়ে সারবেন তাঁরা। কোথায় বসবে বিয়ের আসর?
যত বারই প্রশ্ন করা হয়েছে, স্টেবিনকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচয় দিয়েছেন নূপুর। যদিও, তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শোনা যাচ্ছে, নতুন বছরেই চার হাত এক হবে। এখনও নিজেরা আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি এই বিষয়ে। তবে সূত্রের খবর, তিন দিন ধরে চলবে বিবাহ উৎসব। ৯, ১০ ও ১১ জানুয়ারি— এই তিন দিন ধরে বিয়ের নানা অনুষ্ঠান চলবে বলে খবর। ১১ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা।
অন্দরের ফিসফাস, আড়ম্বর নয়, একেবারে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সারবেন নূপুর-স্টেবিন। সিনেমা ও সঙ্গীতদুনিয়ার একেবারে বাছাই করা কয়েক জন থাকবেন আমন্ত্রিতের তালিকায়। বলিউড সূত্রে খবর, নূপুর ও স্টেবিন গোটা বিষয়টাই খুব ব্যক্তিগত ভাবে সারতে চেয়েছেন। তাঁদের কাছে বিয়েটা ইন্ডাস্ট্রির একজোট হওয়ার জায়গা নয়। মূলত পরিবার ও দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে চান তাঁরা। উদয়পুরে বসবে বিয়ের আসর। তবে, ১৩ জানুয়ারি মুম্বইয়ে ‘রিসেপশন পার্টি’র আয়োজন করা হবে বলেও খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেও নূপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্টেবিন জানান যে তিনি ‘সিঙ্গল’। তা হলে কেন এত বার নূপুরের সঙ্গে নাম জড়ায় তাঁর? গায়কের মতে, ইন্ডাস্ট্রিতে সর্ব ক্ষণ মানুষের কথা বলার জন্য কোনও না কোনও বিষয়ের প্রয়োজন পড়ে। ফলে তাঁকে নিয়ে কে কী বলল, তা-তে বিশেষ চিন্তিত নন স্টেবিন।