Salman Khan VS Shah Rukh Khan

সলমন ওই লোকটার মতো, বেচারা কেবল খুঁজেই চলেছে! কার সঙ্গে ভাইজানের তুলনা করলেন শাহরুখ?

“আমিরকে কুর্নিশ! সলমনকে এত মর্যাদা দিল”, শাহরুখের রসিকতায় হাসি ছড়িয়েছে সকলের মুখে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৪
Share:

সলমন খানকে নিয়ে রসিকতায় শাহরুখ খান! ছবি: ফেসবুক।

কে বলে সিনেমার সঙ্গে বাস্তবের মিল নেই? শাহরুখ খান কিন্তু বাস্তব ঘটনাকে পর্দায় ফুটে উঠতে দেখেছেন। সদ্য তেমনই বললেন তিনি। জানিয়েছেন, আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’-এর নায়ক যেমন বৌকে খুঁজেই চলেছে, বলিউডের এক তারকা নাকি বছরের পর বছর ওই একই কাজ করে চলেছেন!

Advertisement

শাহরখ রসিকতার জন্য বিখ্যাত। সলমন খানের প্রেমজীবন নিয়ে তিনিও ঠাট্টা করেন। এক পুরস্কার মঞ্চে সেটাই করলেন আবার। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’-এ নবদম্পতি ট্রেনে চেপে যাওয়ার সময় আলাদা হয়ে যায়। তার পর আর কিছুতেই স্ত্রীকে খুঁজে পায় না স্বামী। কেবল খুঁজতেই থাকে। সেই প্রসঙ্গ তুলে কিং খানের রসিকতা, “আমাদের এক প্রিয় নায়ককে দেখুন। ওই ব্যক্তির মতোই তাঁর অবস্থা। তিনিও খুঁজেই চলেছেন, এখানে-ওখানে, এদিকে-সেদিকে!”

মঞ্চের সামনে বসে থাকা তারকারা হেসে ফেলেছেন। তাঁদের বুঝতে বাকি নেই, কার কথা বলছেন ‘রইস’ অভিনেতা!

Advertisement

শাহরুখ কিন্তু থামেননি। পর ক্ষণেই তিনি প্রশংসা করেছেন আমির খানের। বলেছেন, “আমিরকে কুর্নিশ। সলমনের জীবন নিয়ে ছবি বানিয়ে ফেলল!” ব্যস, হাসি আর হাততালিতে মুখর সভাগৃহ। প্রসঙ্গত, বহু নায়িকার সঙ্গে প্রেম হয়েছে সলমনের। তালিকায় কে নেই? সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কইফ, সবাই। দেখতে দেখতে জীবনের ৫৯টি বসন্ত পার করে ফেলেছেন। তবুও বিয়েটা হল না ‘ভাইজান’-এর। কিছুতেই মনের মতো সঙ্গিনীই পেলেন না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement