AI Generated Images

চুল পড়ল আমিরের, শাহরুখ-সলমন মুখ বলিরেখায় ভর্তি! হঠাৎ-ই কী ভাবে বদলে গেলেন তাঁরা?

টাক মাথায় আমির। বলিরেখা ভরেছে শাহরুখ খানের মুখ। পাকা চুল মাথায় কুঁচকে গিয়েছে চামড়া, তবু পেশীবহুল আদুল গায়ে সলমন। এমনটা হল কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
Share:

এ কেমন রূপ আমির-শাহরুখ-সলমনদের! ছবি: সংগৃহীত।

বলিউডের মহাতারকারা এখন সকলেই প্রায় ষাটের কাছাকাছি। তার পরও দিব্যি তরুণ যুবকের চরিত্রে মানানসই হচ্ছে শাহরুখ-সলমন-আমির-হৃতিকরা। লোকে বলে তারকাদের নাকি বয়স বাড়ে না। তাঁরা বয়স ধরে রাখতে জানেন। কিন্তু কালের নিয়মে বয়স ছাপ প়ড়তে বাধ্য।

Advertisement

সমাজমাধ্যমে এ বার বলিতারকাদের এমন সব ছবি ভাইরাল হল তা দেখে থ অনুরাগীরাও। টাক মাথায় আমির। মুখে বলিরেখা ভর্তি শাহরুখ খানের। পাকা চুল মাথায়, কুঁচকে গিয়েছে চামড়া— তবু পেশীবহুল আদুল গায়ে সলমন। এমনটা হল কী ভাবে?

রাতারাতি এই ভোলবদল কিন্তু তারকাদের কোন ছবির প্রয়োজনে নয়। আসলে গোটাটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে। ৩০ জানুয়ারি জোসেফ নামের এক শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারকাদের এমন বয়স্ক ছবি বানান। নিমেষে ভাইরাল হয় সেই ছবি, যেখানে আমির–সলমন-শাহরুখ থেকে হৃতিক-প্রভাসকে দেখা যাচ্ছে তাঁদের বার্ধক্যে। বাদ পড়েননি নায়িকারাও। প্রযুক্তি যত এগোচ্ছে, ততই আসল ছবির জায়গায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি ঘুরছে সমাজমাধ্যমের পাতায় পাতায়। প্রযুক্তিগত বিদ্যা যাঁদের আছে, তাঁরা সহজেই নকল ছবি চিনে ফেলবেন। কিন্তু সকলের পক্ষে আসল আর নকলের তফাত বোঝা সম্ভব হয় না অনেক সময়েই। যদি এআই নির্মিত ছবি খুব নিখুঁত হয়, তা হলে চেনা প্রায় অসম্ভব। কিন্তু এমন কিছু কৌশল আছে, যাতে এমন ছবি চিহ্নিত করা যায় সহজে। যদিও এই ছবি গুলি দেখে এক ঝলকে অনুরাগীরা ধরে ফেলেন এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো। ছবি দেখে নেটাগরিকেরা প্রায় সকলেই বলছেন, “তারকাদের বয়স বাড়তে পারে না। তারকারা আজ আছেন কাল নেই কিন্তু স্টারডাম রয়ে যায়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement