দীপাবলিতে আঁধার শাহরুখের মন্নতে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
আলোর উৎসবে এমনিতেই ঝলমল করে ওঠেন বি-টাউনের তারকারা। বচ্চন পরিবার থেকে শাহরুখ খানের পার্টি বা অর্পিতা খানের দীপাবলির অনুষ্ঠানের নামডাক রয়েছে। তবে যে বছর ছেলে আরিয়ান খান জেলে ছিলেন, সে বছর দীপাবলি উদ্যাপন করেনি খান পরিবার। সময় বদলেছে, আরিয়ান তাঁর পরিচালিত প্রথম সিরিজ়ে সাফল্য পেয়েছেন। তবুও এ বছর ‘মন্নত’-এ আঁধার!
এমনিতে সময় ভাল যাচ্ছে শাহরুখের। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডে আত্মপ্রকাশ করেছে ছেলে আরিয়ান। মেয়ে সুহানা আগামী ছবির প্রস্তুতি শুরু করেছেন, সেখানেও দেখা যাবে শাহরুখকে। এককথায় ছেলেমেয়ে-স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন কিং খান। তবু দীপাবলিতে আলো জ্বলবে না ‘মন্নত’-এ। কারণ, এই মুহূর্তে গোটা ‘মন্নত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। এ ছাড়াও বাড়ির অন্দরসজ্জায় আমূল পরিবর্তন আনছেন গৌরী খান। আপাতত অভিনেতা তাঁর ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সমুদ্রমুখী বাংলো ছেড়ে গিয়ে উঠেছেন বান্দ্রা এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে। সেই কারণে এ বছরটা আর দীপাবলি উদ্যাপনের আয়োজন করছেন না তারকা।