Shah Rukh Khan

ছেলের গুরুত্বপূর্ণ মুহূর্তে কাছে থাকতে না পেরে আফসোস শাহরুখের

শাহরুখ যে আব্রামকে ছাড়া থাকতে পারেন না, তার প্রমাণ নেটমাধ্যমে, পাপারাৎজিদের ক্যামেরায়, খেলার মাঠে তাঁর ভক্তরা আগেই পেয়েছেন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৮
Share:

শাহরুখ খান ও আব্রাম খান

বুধবার দুপুরে শাহরুখ পত্নী ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান তাঁদের ছোট ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন। ছবিতে রয়েছে ছোট্ট আব্রাম খান। নির্লিপ্ত মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। তার হাতে বক্সার গ্লাভস দেখে বোঝা যাচ্ছে, বক্সিং করছিল সে। আর তার দক্ষতায় গর্বিত মা গৌরী খান। ক্যাপশনে কিংবদন্তি বক্সারের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘আমার মাইক টাইসন।'
কিন্তু বৃহস্পতিবার বোঝা গেল, শাহরুখ তাঁর ছোট ছেলের এই বক্সিং করার সময়ে সামনে ছিলেন না। আর তাঁর আফসোস ফুটে উঠল টুইটারে। গৌরীর টুইটটা শেয়ার করে তিনি লিখলেন, ‘আরে! আমি কোথায় ছিলাম?’
শাহরুখ যে আব্রামকে ছাড়া থাকতে পারেন না, তার প্রমাণ নেটমাধ্যম, পাপারাৎজি, খেলার মাঠে তাঁর ভক্তরা আগেই পেয়েছেন। যেখানে শাহরুখ, সেখানেই তাঁর পাশে ছোট্ট আব্রাম।
মা-বাবার অহংকার বার বার প্রকাশ পায় তাঁদের ইনস্টাগ্রাম ও টুইটারে। কখনও ছেলের তাইকন্ডো ক্লাসের ছবি, কখনও বাবার হাত থেকে হলুদ বেল্ট অর্জন করার ভিডিয়ো, কখনও আবার দৌড় প্রতিযোগিতায় স্মারক পাওয়ার ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement