শাহরুখ খানের কাছে আরিয়ান খানের নামে নালিশ করলেন ববি দেওল! ছবি: সংগৃহীত।
একে বন্ধুর ছেলের পরিচালনায় কাজ। তা-ও সে আবার ভীষণই ছোট। ববি দেওল বিষয়টি বুঝতেই নাকি সময় নিয়েছিলেন। চিত্রনাট্য শোনার পর অবশ্য আপত্তি ছিল না তাঁর। কিন্তু শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই নাকি বিপত্তি! শোনা যাচ্ছে, আরিয়ান নাকি ববির সঙ্গে এমন ব্যবহার করেছিলেন যে শাহরুখ খানের কাছে নালিশ করতে বাধ্য হয়েছিলেন ধমেন্দ্র-পুত্র! আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রচারে এসে ববি ফাঁস করলেন সব।
ছেলের প্রথম কাজ। প্রচার উপলক্ষে দিন দুই আগে ঘটা করে সাংবাদিক বৈঠক করেন শাহরুখ। উপস্থিত ছিলেন স্ত্রী গৌরী খান-সহ সিরিজ়ের সঙ্গে যুক্ত প্রত্যেকে। হাতে গুরুতর চোট। আর্ম স্লিংয়ে হাত ঝুলিয়ে উপস্থিত কিং খান জানান, আরিয়ান নাকি প্রত্যেককে প্রচণ্ড খাটিয়েছেন! যার জেরে মাঝ রাতে তাঁকে ফোন করেন ববি। বলেন, “ভাই তুমি সেটে এসো। আমায় নিয়ে যাও। তোমার ছেলে প্রচণ্ড পরিশ্রম করাচ্ছে! আমি বাড়ি যেতে পারছি না।”
ছেলের কাণ্ড-কারখানা তারকা বাবা প্রকাশ্যে আনতেই হেসে ফেলেছেন সবাই। পর্দার ‘বাদশা খান’-এর কথার সূত্র ধরে বাকি ঘটনা নিজেই জানিয়েছেন ববি। তাঁর কথায়, “অনেক ছোট দেখেছি আরিয়ানকে। কবে ও এত বড় হয়ে গেল! টের পেলাম না। ভাবতেই পারিনি, বন্ধুর ছেলের পরিচালনায় কাজ করব।” তার পরেই শাহরুখ-পুত্রের কাজের প্রশংসা করেছেন। বলেছেন, “কাজটা ভীষণ ভাল করেছেন। নিজেকে যেমন উজাড় করে দিয়েছে, তেমনই আমাদেরও নিংড়ে নিয়েছে।” প্রসঙ্গত, আরিয়ানের প্রথম সিরিজ় যাতে কোনও ভাবে ব্যর্থ না হয় তার জন্য প্রায় পুরো বলিউ়ডকেই পর্দায় হাজির করেছেন শাহরুখ।