Bollywood Update

এক পর্দায় শাহরুখ-সলমন-আমির! আরিয়ান খানের হাত ধরেই তিন খানের সম্মেলন?

গত বছর আমির নিজেই একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শাহরুখ ও সলমনের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭
Share:

আরিয়ানের উদ্যোগে একসঙ্গে তিন খান? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অবশেষে এক ছাতার তলায় তিন খান— শাহরুখ, সলমন, আমির। তাও নাকি আবার আরিয়ান খানের হাত ধরে। তিন খানের অনুরাগীদের মধ্যেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement

শনিবার সকালে একটি ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুটিংয়ে ক্যামেরার পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সলমন ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এ বার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উত্তেজিত নেটাগরিক মন্তব্য করেন, “বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?”

নেটাগরিকের অনুমান, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ় ‘ব্যাড্‌স অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজ়ের ঝলকে দেখা গিয়েছে সলমনকে। শাহরুখও থাকছেন। তাই তাঁদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিক।

Advertisement

গত বছর, আমির নিজেও ইচ্ছে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সলমনের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির। আমিরই বলেছিলেন, “তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সলমনকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওঁরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন। আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement