কাজলকে মিস করি, বলেই ফেললেন শাহরুখ

ফ্রেন্ডশিপ। অনস্ক্রিন যার মানেটাই বদলে দিয়েছিলেন শাহরুখ খান এবং কাজল। তাঁদের বন্ধুত্বের কেমিস্ট্রি ধরা পড়ে অভিনীত চরিত্রেও। পাঁচ বছর পরে ফের রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ দিয়ে পর্দায় ফিরছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৫ ১৭:৪৯
Share:

ফ্রেন্ডশিপ। অনস্ক্রিন যার মানেটাই বদলে দিয়েছিলেন শাহরুখ খান এবং কাজল। তাঁদের বন্ধুত্বের কেমিস্ট্রি ধরা পড়ে অভিনীত চরিত্রেও। পাঁচ বছর পরে ফের রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ দিয়ে পর্দায় ফিরছেন তাঁরা। এখনও প্রতিটি ছবিতেই প্রিয় বন্ধুকে মিস করেন বলি-বাদশা। শাহরুখের কথায়, ‘‘আমি কাজলকে প্রত্যেকটা ছবিতে মিস করি। আমরা সকলে অনেক অভিনয় করতে চাই, অনেক টাকা রোজগারের তাগিদ থাকে আমাদের। কিন্তু কাজল একদম অন্য রকম। ও এত কিছু ভাবে না। বেছে বেছে চরিত্র করে। সেজন্য দর্শক হিসেবে আমরা ভাগ্যবান।’’

Advertisement

‘বাজিগর’ দিয়ে এই জার্নি শুরু। এর পর ‘ডিডিএলজে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সে সময় নাকি আমির খান কাজলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে দেন শাহরুখ। আমিরকে তিনি জানিয়েছিলেন, ‘‘কাজল অত্যন্ত বাজে। কোনও ফোকাস নেই। তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না।’’ কিন্তু শুটিং সেরে ফিরে আমিরকে শাহরুখ জানিয়েছিলেন, ‘‘আমি জানি না ওর মধ্যে কী আছে। কিন্তু অনস্ক্রিন ও ম্যাজিক জানে।’’ এখনও সেটে নাকি কাজল এত কথা বলেন যে তাঁকে বকুনি দিয়ে থামিয়ে দেন শাহরুখ! তাঁর মেয়ে সুহানাও কাজলের মতো অভিনেত্রী হতে চায়। সব মিলিয়ে কেরিয়ারে দীর্ঘদিনের বন্ধু কাজলকে এখনও অনস্ক্রিন খুব মিস করেন শাহরুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement