কোন নারী তাঁকে কী শিখিয়েছেন শেয়ার করলেন শাহরুখ

এক জন দু’জন নয়, দুই ডজন নারী এবং তাঁদের শেখানো জীবনের পাঠ নিয়ে কথা বলে খবরের শিরোনামে কিঙ্গ খান। তাঁর জীবনে অনেক নারী এসেছেন এবং তাঁরা তাঁকে জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও শিখিয়েছেন, এমনই স্বীকারক্তি করলেন খোদ শাহরুখ খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ১৩:১৬
Share:

এক জন দু’জন নয়, দুই ডজন নারী এবং তাঁদের শেখানো জীবনের পাঠ নিয়ে কথা বলে খবরের শিরোনামে কিঙ্গ খান। তাঁর জীবনে অনেক নারী এসেছেন এবং তাঁরা তাঁকে জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও শিখিয়েছেন, এমনই স্বীকারক্তি করলেন খোদ শাহরুখ খান। কিন্তু হঠাৎ কী হল বলিউডের বাদশার? নিজের জীবনের নারীদের নিয়ে মুখ খুলতে গেলেন কেন তিনি?

Advertisement

আরও পড়ুন: ৮ বলিউড তারকা আর তাঁদের দামী গাড়ি

ব্যাপারটা একটু খোলসা করা যাক। সেই ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ। সেই হিসাবে এই মাসেই বলিউডে ২৪ বছর পূর্ণ করেছেন তিনি। আর ২৪তম বর্ষপূর্তির দিন হঠাৎই কিছুটা নস্ট্যালজিক হয়ে পিছনে ফিরে তাকিয়েছেন বাদশা। ট্যুইটারে শেয়ার করেছেন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ২৪ জন নারীর কথা। যাঁরা বিভিন্ন সময়ে তাঁর পাশে থেকে জীবনকে নতুন করে বুঝতে শিখিয়েছেন। তবে এখানেই বলে রাখা ভাল, এই ২৪ জন নারী কিন্তু বাস্তবের কেউ নন। পুরোটাই নায়কের কল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement