Enforcement Directorate

আইপিএলে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ, ইডির তলব শাহরুখকে

ইডি জানিয়েছে, শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড-কেও (কেআরএসপিএল) নোটিস ধরিয়েছে তারা। এই সংস্থার ডিরেক্টর গৌরী খান। তাঁদের অধীনেই কেকেআর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ২১:৫৬
Share:

ফাইল চিত্র।

আইপিএল সংক্রান্ত লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৩ জুলাই বলিউড বাদশাকে ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে হবে।

Advertisement

আরও পড়ুন: সেরা সাংসদ জয়া, গর্বিত অমিতাভ

ইডি জানিয়েছে, শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড-কেও (কেআরএসপিএল) নোটিস ধরিয়েছে তারা। এই সংস্থার ডিরেক্টর গৌরী খান। তাঁদের অধীনেই কেকেআর। অভিযোগ, বছর আট-নয় আগে কেআরএসপিএল-এর ৯০ লক্ষ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমি়টেডকে বেচে দেওয়া হয়েছিল। অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দর যাচ্ছিল ৮৬ থেকে ৯৯ টাকা। ইডি-র দাবি, এই ‘ক্ষতি’র জেরে সরকার ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা কম পেয়েছিল। এর পরেই এ বছরের মার্চে ইডি শাহরুখকে শোকজ নোটিস পাঠায়। নোটিস পাঠানো হয়েছিল শাহরুখের স্ত্রী গৌরী খান, কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা-সহ অন্য কর্তাদেরও।

Advertisement

এ বার তাঁকে ব্যক্তিগত ভাবে হাজিরার নির্দেশ দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement