মাকে মনে পড়ে...

“যদি তিনি বেঁচে থাকতেন, তা হলে তাঁর বয়স বলে দেওয়ার জন্য একটা চড়ই হয়তো খেতাম”— উক্তিটি শাহরুখ খানের। ২ জুলাই ছিল কিং খানের মা লতিফ ফতিমা খানের ৭৪তম জন্মদিন। স্বভাবতই মায়ের বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুপারস্টার। ১৯৯১-এ চলে গিয়েছেন লতিফ ফতিমা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০০:০০
Share:

“যদি তিনি বেঁচে থাকতেন, তা হলে তাঁর বয়স বলে দেওয়ার জন্য একটা চড়ই হয়তো খেতাম”— উক্তিটি শাহরুখ খানের। ২ জুলাই ছিল কিং খানের মা লতিফ ফতিমা খানের ৭৪তম জন্মদিন। স্বভাবতই মায়ের বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুপারস্টার। ১৯৯১-এ চলে গিয়েছেন লতিফ ফতিমা। শাহরুখ তখনও বড় পর্দায় আসেননি। এর এক বছর পরে, অর্থাৎ ১৯৯২-এ রিলিজ করে ‘দিওয়ানা’। সে অর্থে মা দেখে যেতেই পারেননি ছেলের ‘বড়’ হওয়া। সে কারণেই কি কোথাও বিষণ্ণতা বোধ করেন ৪৯ বছর বয়সে সাফল্যের শীর্ষে বসে থাকা মানুষটি?

Advertisement

এদিন তাঁর টুইট বার্তায় এস আর কে মায়ের একটি ছবি পোস্ট করেন এবং লেখেন যে, বেঁচে থাকলে ৭৪ বছর বয়স হতো তাঁর। কিন্তু এই বয়স বলে দেওয়ার কারণে একটা থাপ্পড়ই হয়তো কষিয়ে দিতেন। কিছুটা বিষণ্ণতার ছোঁয়া থাকলেও এটা যে একটা আনন্দের দিন, তা স্বীকার করেছেন ‘বাদশাহ’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন