Shah Rukh Khan

কেকেআরে বাংলাদেশি খেলোয়াড় নিয়ে বিপাকে শাহরুখ, এ বার হুঁশিয়ারি উদ্ধবের শিবসেনার তরফে?

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কিনেছে শাহরুখের আইপিএল টিম ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)। তার পরেই একের পর এক কটাক্ষের শিকার বলিউডের বাদশা। এ বার শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৩:১৫
Share:

(বাঁ দিকে) শাহরুখ খান, (ডান দিকে) উদ্ধব ঠাকরে। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানকে ঘিরে ফের শুরু বিতর্ক। খেলার জগতে রাজনীতির প্রবেশ! বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কিনেছে শাহরুখের আইপিএল টিম ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)। তার পরেই একের পর এক কটাক্ষের শিকার বলিউডের বাদশা। শাহরুখের গায়ে লেগেছে ‘গদ্দার’ তকমাও। এ বার তাঁর বিরুদ্ধে সরব উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)।

Advertisement

২০২৬-এ আসন্ন আইপিএলের জন্য বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুরকে ৯ কোটি টাকা দিয়ে কেনার পর থেকেই শাহরুখ রোষানলে। বর্তমানে বাংলাদেশের অবস্থা উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সেই দেশের ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে তিনি। আধ্যাত্মিক গুরু থেকে বিজেপি নেতা, অনেকেই তোপ দেগেছেন তাঁর বিরুদ্ধে। এ বার উদ্ধবের শিবসেনার (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা ওই খেলোয়াড়কে নিজের দল থেকে বাদ দিলে চিন্তার কোনও কারণ নেই, শাহরুখেরও সম্মানহানি হবে না।

আনন্দ বলেন, ‘‘শাহরুখ খান ওই ক্রিকেটারকে বাদ দিলে, ওঁর যা প্রাপ্য সম্মান তা তিনি অবশ্যই পাবেন। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে টাকা রোজগার করবেন, তা ওই দেশে সন্ত্রাসবাদীদের তৈরি করতে ব্যবহৃত হবে, যারা ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করবে। আমরা সেটা কোনও মতেই মেনে নেব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement