Shah Rukh Khan

শশীর সহজ প্রশংসা, জটিল জবাব শাহরুখের! কোন ভাষায় কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিনেতা?

সমাজমাধ্যমে তিনি নীরব থাকলে, অনুরাগীরা নতুন শব্দ শিখতে চান সাংসদের কাছ থেকে। এ বার শশীকে নতুন শব্দ শিখিয়ে দিলেন অভিনেতা শাহরুখ খান!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৫:০৩
Share:

শশীর কায়দায় জবাব দিলেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

ইংরেজি ভাষার উপর শশী তারুরের দখল নিয়ে প্রশ্নের অবকাশ নেই। প্রায়ই নেটমাধ্যমে কঠিন সব ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমজনতার। সে সব শব্দ উচ্চারণ করতে গিয়েই কার্যত দাঁত ভাঙে নেটাগরিকের। সমাজমাধ্যমে তিনি নীরব থাকলে, অনুরাগীরা নতুন শব্দ শিখতে চান। এ বার শশীকে নতুন শব্দ শিখিয়ে দিলেন অভিনেতা শাহরুখ খান!

Advertisement

এমনিতেই শাহরুখ বুদ্ধিমত্তার প্রশংসা হয় সব মহলে। তাঁর উদ্দেশে প্রশ্ন শেষ হওয়ার আগেই হাজির হয় মন ভাল করা উত্তর। সম্প্রতি জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন তিনি। অভিনয় জীবনের ৩৩ বছর পার করে এই সম্মান পেতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা। সাধারণ মানুষ থেকে নেতা-মন্ত্রী অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এ বার শাহরুখের সম্মানপ্রাপ্তি বিষয়ে শশী বলেন, ‘‘আমাদের দেশে রত্ন এ বার জাতীয় পুরস্কার পেল।’’ শশীর এমন সহজ সরল শুভেচ্ছাবার্তা যেন মনঃপুত হল না শাহরুখের। কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ লেখেন, ‘‘ধন্যবাদ এমন সরল ভাবে প্রশংসা করার জন্য। হয়তো ম্যাগনোলিকুয়েন্ট (শব্দাড়ম্বর), সেসকিউপেডালিয়ানের ( এমন কোনও ব্যক্তিকে বোঝাতে চেয়েছেন যে এই ধরনের শব্দ ব্যবহার করেন) মতো আরও বেশি কিছু বললে বুঝতে পারতাম না।’’

শশীকে তাঁর কায়দা এমন জবাব দিতেই শাহরুখের উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement