Salman Khan

‘সলমনের মতো আপনি কোনও দিন পারবেন না’, অনুরাগীর মন্তব্যে কী বললেন শাহরুখ?

সলমনের এক ভক্ত ‘পাঠান’ দেখতে গিয়েছিলেন কিন্তু ফেরার পরে তিনি ‘পাঠান’-এর ভক্ত হয়ে গিয়েছেন। শুনে কী বললেন শাহরুখ?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৫৬
Share:

সলমনের সঙ্গে শাহরুখের তুলনা করা হলে নায়ক কী বললেন? —ফাইল চিত্র

তিন দিনে ৩০০ কোটি টাকা! বক্স অফিসে উল্লাস। 'পাঠান' মুক্তির পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস সঞ্চারিত হল ইন্ডাস্ট্রিতে। সেই আনন্দমুহূর্তে আবারও দর্শকের মুখোমুখি হলেন শাহরুখ। শনিবার তাঁকে ‘আস্ক এসআরকে’ প্রশ্নোত্তর পর্বে পেয়ে ঝাঁপিয়ে পড়লেন সবাই। তবে প্রশংসার মধ্যেও চলে এল বাঁকা প্রশ্ন। কেউ এক জন বললেন, ‘‘পাঠান যতই হিট হোক, সলমন খানের সঙ্গে প্রতিযোগিতায় আপনি পারবেন না।’’

Advertisement

১৫ মিনিটের এই পর্বে টুইটারে ‘বাদশা’কে সব কিছু নিয়ে প্রশ্ন করা যায়। সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন নায়ক। অপ্রিয় প্রশ্ন এলেও সরস জবাব দেন শাহরুখ, তাঁর কথায় সব সময় বুদ্ধিমত্তার ছাপ। মোটেই রেগে যান না। শনিবারও কঠিন সব প্রশ্নের মজাদার উত্তর দিতে দেখা গেল তাঁকে।

প্রসঙ্গ হিসাবে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং সলমন খান ঘুরেফিরে আসছিল এ বারের প্রশ্নোত্তরে পর্বে। সলমনের সঙ্গে শাহরুখের তুলনা করা হলে নায়ক বলেন, ‘‘সলমন ভাইকে নতুন প্রজন্মের মানুষ যে ভাবে দেখেন, তিনি ঠিক তা-ই। মানে যাকে বলে, চিরকালের সেরা!’’

Advertisement

‘পাঠান’-এও এক অতিথি চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। আর এক অনুরাগী লিখেছিলেন, ‘‘সলমন খানের ভক্ত হিসাবে সিনেমাটা দেখতে গিয়েছিলাম। ফিরলাম যখন, আমি 'পাঠান'-এর ফ্যান।’’ এ কথা শুনে শাহরুখের জবাব, ‘‘আমিও টাইগার-এর ফ্যান। তবে তাঁর সঙ্গে আমাকেও একই হৃদয় প্রকোষ্ঠে রাখতে পারেন।’’

‘পাঠান’ মুক্তির আগেও জনতার সঙ্গে সংযোগস্থাপন করেছিলেন শাহরুখ খান। নানা সময়ে 'পাঠান' নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তখনও অনেকের মনে সংশয় ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন ছবি নিয়ে। যেখানে চার বছর পর ফিরছেন শাহরুখ। তবে শাহরুখের দাবি, ‘‘ফিরিনি, ছিলামই। এগিয়ে যেতে চাই। সবাইকে বলব, যে কাজ শুরু করেছিলেন তা শেষ করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন