sashi tharoor

শাহরুখের থেকে পয়সা নিয়ে ছেলে আরিয়ানের প্রশংসা করেছেন! কটাক্ষের জবাব দিলেন শশী তরুর

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ বাড়ি বসে দেখে ফেলতেই যেন মুগ্ধতা শশীর কণ্ঠে। শাহরুখের থেকে নাকি পয়সা নিয়েছেন তিনি! অভিযোগের পাল্টা কী উত্তর দিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৫১
Share:

(বাঁ দিকে) শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান। (ডান দিকে) শশী তরুর। ছবি: সংগৃহীত।

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ দেখে মুগ্ধতা শশী তরুরের কণ্ঠে। সমাজমাধ্যমে লেখেন, “গল্প শক্তিশালী ভাবে বলা যায়, দেখিয়ে দিয়েছে এই সিরিজ়ের সাতটি পর্ব। আরিয়ান খানকে কুর্নিশ।” আরিয়ানের এমন দরাজ প্রশংসায় শুরু সমালোচনা। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, শাহরুখ খানের থেকে নাকি টাকা নিয়ে প্রচার করছেন শশী। এ বার উত্তর দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

Advertisement

শাহরুখকে নিজের পোস্টে ট্যাগ করে শশী লেখেন, “একজন বাবা হিসাবে আর এক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত!” সেই পোস্টে শশী আরও লেখেন, ওটিটি-তে আজ পর্যন্ত যা যা দেখেছেন, তার মধ্যে অনন্য কিছু দেখলেন। যা একেবারে সোনা! এই দেখে শশীর উপর ক্ষুব্ধ নেটপাড়ার একটা বড় অংশ। তাঁদের দাবি, এটা ‘পেড রিভিউ’, অর্থাৎ এই প্রশংসা করে পোস্ট লেখার জন্য শশীকে নাকি টাকা দেওয়া হয়েছে খান পরিবারের তরফে। এ বার এই কটাক্ষের জবাবে সকলের উদ্দেশে শশী লেখেন, ‘‘আমি বিক্রি হয়ে যাইনি। আমি টাকা বা উপহারের বিনিময়ে কোনও দিনও আমার মতামত জানাইনি।’’

উল্লেখ্য, আরিয়ানের এই সিরিজ় সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে এই সিরিজ় নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। আরিয়ানের এই সিরিজ়ে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement