Shehnaaz Gill

বিরাট কোহলিও খান এই বিশেষ জল! প্রতি বোতল ৬০০ টাকা দিয়ে কিনেও লাভ পাননি শেহনাজ় গিল?

বোতলপ্রতি দাম হয় ৬০০ টাকা। অভিনেত্রী শেহনাজ় গিলও এই জল খান। কিন্তু কোনও উপকারই নাকি পাননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:৩৪
Share:

বিরাট কোহলির দেখানো পথেই হাঁটছেন শেহনাজ় গিল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো জল। শাহরুখ খান, মলাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই জল পান করেন। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ টাকা। অভিনেত্রী শেহনাজ় গিলও এই জল খান। কিন্তু কোনও উপকার নাকি পাননি, তাও খান কেন?

Advertisement

বলা হয়, এই বিশেষ ধরনের জলের মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই জল পান করলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি হয়। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজ়ের কথায়, ‘‘এই জল খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি জলের মতোই মনে হয়। আমি কালো রং দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।’’ রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ়। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে নিয়েছেন। বাড়িতে এই জলের ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই জল নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ় বলেন, ‘‘আমি শুনেছি এই জল চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement