Entertainment News

নজরুলের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন ‘কণ্ঠ’র শিবপ্রসাদ

গত ১০মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’। এ ছবিতে শিবপ্রসাদের চরিত্রের নাম অর্জুন মল্লিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ১৮:৩৬
Share:

‘কণ্ঠ’র দৃশ্যে শিবপ্রসাদ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মদিবসে শ্রদ্ধা জানাল টিম ‘কণ্ঠ’। ‘আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়’— নজরুলের লেখা কবিতা বললেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর নিজস্ব কণ্ঠে নয়। কবিতা পড়লেন আদতে ‘কণ্ঠ’র শিবপ্রসাদ। ওরফে রেডিও জকি অর্জুন মল্লিক।

Advertisement

গত ১০মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’। এ ছবিতে শিবপ্রসাদের চরিত্রের নাম অর্জুন মল্লিক। পেশায় রেডিও জকি। কণ্ঠই যাঁর জীবন। শ্রোতাদের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কণ্ঠ। কণ্ঠের জাদুতেই মন জয় করা তাঁর পেশা। নেশাও বটে।

হঠাত্ই বিপর্যয়। গলার ক্যানসারে আক্রান্ত হন অর্জুন। চিকিত্সক বুঝিয়ে দেন, ভয়েজ বক্সটাই বাদ দিতে হবে। ফলে কণ্ঠের আওয়াজ একেবারে হারিয়ে হয়তো যাবে না। কিন্তু গলা দিয়ে যে আওয়াজ বেরবে, তা অদ্ভুত। ফলে নতুন করে বাঁচার পাঠ নিতে হবে তাঁকে। যন্ত্রণাকে ভুলে উত্তরণের পাঠ। সেই অদ্ভুত স্বরেই নজরুলের কবিতা পড়েছেন শিবপ্রসাদ।

Advertisement

আরও পড়ুন, ‘পারিশ্রমিক পাওয়ার রাস্তা প্ল্যান করে বন্ধ করে রাখা হয়েছে’

এ ছবিতে শিবপ্রসাদ, পাওলি দাম, জয়া আহসানের অভিনয় পছন্দ করেছেন দর্শক। তৃতীয় সপ্তাহেও দর্শক হলমুখী।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement