Raj And Shilpa

অসুস্থ শ্বশুর, যেতে পারছেন না তাঁর কাছে! ফের বম্বে হাই কোর্টের দ্বারস্থ শিল্পা শেট্টী

অভিনেত্রীর শ্বশুর থাকেন লন্ডনে। দীর্ঘদিন ধরে তিনি আয়রন-অ্যামোনিয়ার ঘাটতিতে ভুগছেন। খবর পেয়েছেন, অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫১
Share:

বম্বে হাই কোর্টে রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টী। ছবি: সংগৃহীত।

মাথার উপরে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। জারি ‘লুক আউট সার্কুলার’। এর জেরে লন্ডনে অসুস্থ শ্বশুরের কাছে যেতে পারছেন না অভিনেত্রী শিল্পা শেট্টী। বিপাকে স্বামী রাজ কুন্দ্রাও। বিশেষ নোটিস স্থগিত রাখতে তাই এ বার বম্বে হাই কোর্টের দ্বারস্থ দম্পতি।

Advertisement

রাজের বাবা দীর্ঘদিন ধরে আয়রন-অ্যামোনিয়ার ঘাটতিতে ভুগছেন, এ কথা শিল্পা এবং রাজ দু’জনেই আদালতে জানিয়েছেন। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে তাঁর। লন্ডনের চিকিৎসকেরা তাঁকে ‘রিপিট ক্যাপসুল এন্ডোস্কোপি’ বা ‘ডবল-বেলুন এন্টারোস্কোপি’র পরামর্শ দিয়েছেন।

চিকিৎসা শুরুর আগে শিল্পা এবং রাজের সেখানে থাকা দরকার। কিন্তু ‘লুক আউট’ নোটিসের কারণে সেটা তাঁরা করতে পারছেন না। রাজের বাবার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে তাই ২০২৬-এর ২০ জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকার অনুমতি চেয়েছেন তারকাদম্পতি। যদিও আদালত এখনও পর্যন্ত কুন্দ্রাদম্পতিকে এ বিষয়ে কোনও নির্দেশ দেয়নি।

Advertisement

শিল্পা এবং রাজের বিরুদ্ধে একটি অর্থলগ্নিকারী সংস্থার প্রধান দীপক কোঠারি ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ব্যবসা নয়, ব্যক্তিগত স্বার্থে ৬০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন ব্যবসায়ী রাজ। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ঋণ শোধ করেননি। কোঠারির এই অভিযোগের ভিত্তিতেই কুন্দ্রাদম্পতির বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করে বম্বে হাই কোর্ট, যা এখনও বলবৎ আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement