Dipika Kakar Ibrahim

ক্যানসারে আক্রান্ত দীপিকা, অস্ত্রোপচারের পর কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় তাঁকে?

বাড়ি ফিরেছেন দীপিকা। তবু তাঁর চিকিৎসা চলছে। এখনই শেষ হচ্ছে না। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম বলেন, ‘‘ভেবেছিলাম অস্ত্রোপচারের পরেই শেষ। কিন্তু না, এখনও সব পথ হেঁটে যাওয়া বাকি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২১:০৮
Share:

এখন কেমন আছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। গত মাসেই টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। যকৃতে টিউমারের পাশাপাশি পিত্তথলিতে পাথরও ছিল তাঁর। বাদ দেওয়া হয়েছে অসুস্থ দেহাংশ। দীর্ঘ অস্ত্রোপচারেরর পর আইসিইউয়ে ছিলেন অভিনেত্রী। যদিও এখন বাড়ি ফিরেছেন তিনি। তবু তাঁর চিকিৎসা চলছে। এখনই শেষ হচ্ছে না। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম বলেন, ‘‘ভেবেছিলাম অস্ত্রোপচারের পরেই শেষ। কিন্তু না, এখনও সব পথ হেঁটে যাওয়া বাকি।’’

Advertisement

দীপিকাকে নিয়ে ভয়ে ছিলেন শোয়েব। অভিনেতা জানান, কী ভাবে দীপিকা চিকিৎসার ষন্ত্রণা সে সহ্য করতে পারবে কিনা সেই নিয়েও দোলাচলে ছিলেন। শোয়েবর কথায়, ‘‘ক্যানসারের তৃতীয় পর্যায়ে ধরা পড়ে। ফলে অস্ত্রোপচারে ঝুঁকি ছিল। শুধু তাই নয়, এটা ফিরে আসার সম্ভাবনাও থাকে। তাই এখনও অনেকটা পথ হাঁটা বাকি।’’ যদিও এই রোগের পর দীপিকার নিত্যনৈমিত্তিক জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। অভিনেত্রী কোনও ভাবেই যোগাসন কিংবা শরীরচর্চা আপাতত করতে পারবেন না। তেল ও ফ্যাটযুক্ত খাবার খেতে পারবেন না। ছেলেকে দুগ্ধপান করানো থেকেও বিরত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement