Dipika Kakar Ibrahim

আইসিইউ থেকে বেরিয়েই হইহুল্লোড়, সংক্রমণ হল নাকি দীপিকার! কী জানালেন ননদ সাবা?

দীপিকা যখন অসুস্থ সেই সময় শ্বশুরবাড়িতে হই হল্লোড়। ননদের ছেলের নামকরণ অনুষ্ঠান নিয়ে মাতোয়ারা সবাই!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৬:৩৯
Share:

দীপিকা কেমন আছেন জানালেন ননদ সাবা ছবি: সংগৃহীত।

যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর। দিন চারেক আগেই টানা ১৪ ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত সুস্থতার পথে অভিনেত্রী। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে শ্বশুরবাড়ির লোকজনেদের নিয়ে। সমাজমাধ্যমে দেখা গিয়েছে একটি ভিডিয়ো— দীপিকা যখন অসুস্থ, তখন তাঁর শ্বশুরবাড়িতে চলছে মহোৎসব! এ নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় থেকে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চলে দীপিকার অস্ত্রোপচার। তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম জানান, যকৃতে টিউমারের পাশাপাশি পিত্তথলিতে পাথরও ছিল তাঁর। বাদ দেওয়া হয়েছে অসুস্থ দেহাংশ। দীর্ঘ অস্ত্রোপচারেরর পর আইসিইউতে ছিলেন অভিনেত্রী। যদিও এখন তিনি স্থিতিশীল।

এরই মধ্যে দীপিকার ননদ সাবা ইব্রাহিমের ছেলের নামকরণ অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়ায় শুরু হয় জল্পনা। দীপিকা ও তাঁর স্বামী শোয়েবের মতো ভ্লগ করে থাকেন অভিনেত্রীর ননদ সাবাও। সম্প্রতি তাঁর ভ্লগে নিজের ছেলের ‘আকিকা’ নামকরণ অনুষ্ঠানের কথা জানিয়েছেন। এই হই হুল্লোর দেখে অনেকেই প্রশ্ন করেছেন দীপিকাকে নিয়ে। এত বড় অস্ত্রোপচার, এতখানি অসুস্থতা নিয়ে এই ভি়ড়ে কী ভাবে গেলেন তিনি! এ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সাবার দিকে উড়ে এসেছে কটাক্ষ।

Advertisement

তবে, এ সবের জবাব দিয়েছেন সাবাও। তিনি সাফ জানিয়েছেন, দীপিকা হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ছেলের নামকরণ অনুষ্ঠান সেরে রেখেছেন তিনি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করেছেন দীপিকার অস্ত্রোপচারের পর। অভিনেত্রী বাড়ি ফিরলে আপাতত বাড়িতে আত্মীয়-বন্ধুদের আনাগোনায় রাশ টানা হবে বলেও জানিয়েছেন। সাবার কথায়, ‘‘বৌদির এত বড় একটা অস্ত্রোপচার হয়েছে খুব সাবধানে রাখতে হবে। যাতে কোনও ভাবে সংক্রমণ না হয় না। তাই বাড়ি ফিরলেও কোথাও বেরাতে পারবে না। এমনকি উপর তলায় আমার ফ্ল্যাটেও আসতে পারবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement