Shakib Khan

বিতর্ক জারি, ইদে শাকিবের থেকে কী উপহার পেলেন বুবলী! জনসমক্ষে ফাঁস করলেন নায়িকা

শাকিব, অপু, বুবলীকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি ছড়িয়ে পড়েছিল অপু, শাকিবের ভ্রমণের ভিডিয়ো। এ বার বুবলী ফাঁস করলেন, ইদে তিনি কী পেলেন নায়কের থেকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৯:১৯
Share:

বুবলীকে কী উপহার দিলেন শাকিব? ছবি: সংগৃহীত।

দুই স্ত্রীয়ের সঙ্গেই না কি বিচ্ছেদ হয়েছে ও পার বাংলার আলোচিত অভিনেতা শাকিব খানের। তিন জনের সম্পর্কের সমীকরণ দর্শকের কাছে যেন রহস্য। ইদের আগে একাধিক বার দুই স্ত্রীয়ের সঙ্গে বিভিন্ন ভাবে ধরা দিয়েছেন নায়ক। যতই ঝামেলা থাকুক না কেন, দুই স্ত্রী এবং তাঁর দুই সন্তান আব্রাম খান জয় এবং শেহজা়দ বীর— সবার দায়িত্ব পালন করেন নায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়, এই বছরের ইদে শাকিবের থেকে কী উপহার পেলেন তিনি। প্রশ্ন শুনে লাজুক হাসি অভিনেত্রীর মুখে। উত্তর দিতে ইতস্তত বোধ করলেও শেষে বলেই ফেললেন। বুবলী বললেন, “ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। হ্যাঁ, উপহার তো পাই। কিন্তু এখন সে ভাবে নিজের জন্য কেনাকাটা করা হয় না। তবে উনি ইদের আগে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দেন। আমরা নিজেদের পছন্দের জিনিস কিনে নিই।”

Advertisement

সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছিল নায়ককে। ইদের জন্যই ছেলে আব্রাম আর অপুকে নিয়ে নাকি কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। এক গাড়িতে তিন জনের ভ্রমণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে চারদিকে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শাকিবের সঙ্গে ছেলে শেহজাদ বীরকে নিয়ে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন বুবলী। লেখেন, “অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিয়োয় মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তাঁর সব সন্তানকেই ভীষণ ভালবাসেন, সময় দেন। শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement