Entertainment News

‘অনস্ক্রিন চুমু খেতে পারলে অফস্ক্রিনে পারবে না কেন?’

সদ্য সাক্ষাত্কারে মল্লিকা বলেন, ‘‘ছোট স্কার্ট পরে অনস্ক্রিন চুমু খেলেই লোকে ভাবত সেই মহিলার কোনও এথিক্স নেই। আমার ক্ষেত্রেও এমনটাই ভাবা হয়েছিল।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৩:৫৬
Share:

মল্লিকা শেরাওয়াত। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অভিনয়ের শুরু থেকেই তাঁর গায়ে ‘সেক্স বম্ব’-এর ছাপ পড়ে গিয়েছে। ছোট পোশাক, অনস্ক্রিন বোল্ড সিন— এ সব যেন তাঁর ট্রেডমার্ক। তিনি মল্লিকা শেরাওয়াত

Advertisement

২০০৪-এ ‘মার্ডার’ ছবি দিয়েই প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এই সিনেমার পরই তাঁর গায়ে লেগে যায় এক বিশেষ ছাপ। অনেকেই নাকি ভেবে নিয়েছিলেন, খুব সহজে আপোস করতে পারেন মল্লিকা। কিন্তু তাঁর বলিউডি জার্নির পথ খুব একটা সহজ ছিল না। এমনকি একাধিকবার কাস্টিং কাউচেরও শিকার হয়েছেন তিনি। সদ্য প্রকাশ্যে শেয়ার করেছেন সে সব কথা।

সদ্য পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে মল্লিকা বলেন, ‘‘ছোট স্কার্ট পরে অনস্ক্রিন চুমু খেলেই লোকে ভাবত সেই মহিলার কোনও এথিক্স নেই। আমার ক্ষেত্রেও এমনটাই ভাবা হয়েছিল।’’ মল্লিকা জানিয়েছেন, তাঁকে এক অভিনেতা পর্দার বাইরে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিয়েছিলেন। সেই অভিনেতার নাকি যুক্তি ছিল, ‘যদি অনস্ক্রিন আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে পার তা হলে অফস্ক্রিনে অসুবিধে কোথায়?’

Advertisement

আরও পড়ুন, বহু বছর পর শাহরুখকে এই কাজের অনুমতি দিলেন গৌরী!

মল্লিকার দাবি, তিনি কোনওদিন আপোস করেননি। তাঁকে নাকি রাত তিনটের সময় ফোন করে পরিচালকরা বিরক্ত করতেন। তবুও কোনও রকম খারাপ অফার তিনি নাকি গ্রহণ করেননি। কিন্তু এতদিন পর এ সব নিয়ে কেন মুখ খুলছেন মল্লিকা? সে সময় কেন প্রতিবাদ করেননি? মল্লিকার যুক্তি, ‘‘আমি ভয় পেয়েছিলাম। বেশিরভাগ সময়ই চুপ করে থাকতাম। কারণ ওরা প্রভাবশালী। আমি কিছু বললেই ওরা আমাকে দোষী বানিয়ে দিত।’’


এই ধরনের লুকেই বেশিরভাগ সময় পর্দায় দেখা যেত মল্লিকাকে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মল্লিকার দাবি, তিনি অনেক কিছু সহ্য করেছেন। একটা সময় তাঁকে অনবরত সমালোচনা সহ্য করতে হয়েছে। ‘‘সে সময় আমি খুব একা হয়ে গিয়েছিলাম। খুব কষ্টের সে সব দিন। আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম।’’

আরও পড়ুন, ঐশ্বর্যাকে নকল করে কী করল আরাধ্যা?

মল্লিকা একা নন। বলিউডের অন্ধকার দিক নিয়ে এর আগে বহুবার প্রকাশ্যে মুখ খুলেছেন একাধিক নায়িকা। এখন আর সে ভাবে অনস্ক্রিন দেখা যায় না মল্লিকাকে। নিজেকে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন নায়িকা। নতুনদের জন্য তাঁর পরামর্শ, বলিউড খুব কঠিন জায়গা। খুব ভেবেচিন্তে এ পথে পা বাড়ানো উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন