দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
এতদিন শাহরুখ খানকে একটি বিশেষ কাজে অনুমতি দিতেন না গৌরী খান। এ বার দিলেন। বহু বছর পর এই ‘বিশেষ’ কাজে স্ত্রীয়ের থেকে অনুমতি পেলেন বলি বাদশা। সঙ্গে সঙ্গে তা সোশ্যাল ওয়ালে শেয়ার করে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
কিন্তু সেই বিশেষ কাজটি কী? যাতে এত বছর ধরে শাহরুখকে অনুমতি দেননি গৌরী?
গৌরীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘অনেক বছর পর আমার তোলা একটা ছবি পোস্ট করার অনুমতি দিল স্ত্রী...।’
আরও পড়ুন, ‘যেখানে প্রোমোশনের সুযোগ থাকে, সেখানেই হয়তো কাস্টিং কাউচ আছে’
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি পোস্ট করেন শাহরুখ। শেয়ার করেন সন্তানদের বিভিন্ন মুড। গৌরীও থকেন ফ্রেমে। কিন্তু এক ফ্রেমে দু’জনের ছবি প্রায় থাকেই না। কারণটা স্পষ্ট হল এতদিনে। গৌরীই সম্ভবত নিজেদের ছবি শেয়ার করার অনুমতি এতদিন দেননি শাহরুখকে। এ বার মিলেছে সেই অনুমতি।
আরও পড়ুন, তিন এক্কে তিন, কেয়ার অব সুদীপ্তা
দীর্ঘদিন আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। ফলে বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে ছুটি কাটানোটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। দিন কয়েক আগে শুটিং শেষ করে সপরিবারে স্পেনে গিয়েছেন তিনি।
সেখান থেকেই গৌরী খান বিভিন্ন ছবি টুইট করেছেন। কখনও বার্সেলোনার রাস্তায় দুই ছেলে আরিয়ান এবং আব্রামের সঙ্গে বসে রয়েছেন শাহরুখ খান। কখনও বা বাবার সঙ্গে সুহানা। সেই ট্রিপ থেকেই এ বার নিজেদের ছবি প্রকাশ্যে আনলেন দম্পতি। ’ !
After years the wife has allowed me to post a pic I have taken...she’s @gaurikhan all heart! pic.twitter.com/QfAJajRlim
— Shah Rukh Khan (@iamsrk) July 7, 2018
সেখান থেকেই গৌরী খান বিভিন্ন ছবি টুইট করেছেন। কখনও বার্সেলোনার রাস্তায় দুই ছেলে আরিয়ান এবং আব্রামের সঙ্গে বসে রয়েছেন শাহরুখ খান। কখনও বা বাবার সঙ্গে সুহানা। সেই ট্রিপ থেকেই এ বার নিজেদের ছবি প্রকাশ্যে আনলেন দম্পতি।