Entertainment News

পঙ্কজ-ধোনিকে নিয়ে শুটিংয়ে সুজিত

এই শুটিং সুজিতের কাছে স্পেশ্যাল। তার প্রথম কারণ পঙ্কজের অভিনয় তাঁর পছন্দের। এই প্রথম তাঁর সঙ্গে কাজ করছেন। এ ছাড়াও ধোনির সঙ্গে কাজের অন্য মজা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৮:২১
Share:

শুটিংয়ে পঙ্কজ এবং সুজিত।

পরিচালকের চেয়ারে সুজিত সরকার থাকা মানেই অন্য রকম প্রত্যাশা থাকে দর্শকদের। সে সিনেমা হোক বা বিজ্ঞাপন। সম্প্রতি শিমলায় এক বিজ্ঞাপনের শুটিং করলেন সুজিত। লেন্সের সামনে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং পঙ্কজ কপূর।

Advertisement

এই শুটিং সুজিতের কাছে স্পেশ্যাল। তার প্রথম কারণ পঙ্কজের অভিনয় তাঁর পছন্দের। এই প্রথম তাঁর সঙ্গে কাজ করছেন। এ ছাড়াও ধোনির সঙ্গে কাজের অন্য মজা রয়েছে।

সুজিতের কথায়, ‘‘আমরা খুব মজা করে শুট করেছি। অনেক দিন ধরেই পঙ্কজজির সঙ্গে কাজের ইচ্ছে ছিল। সেটা ফাইনালি হল। শিল্পের সূক্ষ্ম পর্যায়ে উনি মাস্টার। আর ধোনির সঙ্গে এই নিয়ে দ্বিতীয় বার কাজ করলাম। যখনই দেখা হয় আমাদের স্পোর্টস নিয়ে প্রচুর গল্প করি। শুটিংয়ে আমরা তিনজনই খুব এনজয় করেছি।’’

Advertisement

আরও পড়ুন, ২০১৯-এ মা হতে চলেছেন দেবলীনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement