বাইরের শিল্পীতে আপত্তি নেই কোর্টের

মাস কয়েক আগে ‘চালবাজ’-এর শ্যুটিংয়ের সময়েই ফেডারেশনের সঙ্গে প্রযোজক সংস্থার ঝামেলা বাধে।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০১:০৯
Share:

ইংল্যান্ডে শাকিব-শুভশ্রী

আপাতত নিশ্চিন্তে শ্যুট করতে পারবে টিম ‘চালবাজ’। লন্ডন থেকে চার কিলোমিটার দূরে টর্কে-তে চলছে এসকে মুভিজের এই ছবির শ্যুটিং। সেখানে থেকে উচ্ছ্বসিত হয়ে প্রযোজক হিমাংশু ধানুকা জানালেন, কোর্টের নির্দেশ অনুযায়ী বিদেশে তাঁরা নিজেদের মতো টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং করতে পারবেন। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-র কোনও আপত্তি এ ক্ষেত্রে ধোপে টিকবে না।

Advertisement

মাস কয়েক আগে ‘চালবাজ’-এর শ্যুটিংয়ের সময়েই ফেডারেশনের সঙ্গে প্রযোজক সংস্থার ঝামেলা বাধে। ফেডারেশন যতজন কলাকুশলী নিয়ে যেতে বলে লন্ডনে, প্রযোজক সংস্থার পক্ষে তত জন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রথমত, প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, ফেডারেশনের অনেক টেকনিশিয়ানই লন্ডনের ভিসা পাননি। এ নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে ওঠায় শ্যুটিং বাতিল করে দিতে হয়। ফেডারেশনের কোনও কর্মীই কাজ করতে রাজি হননি।

এর পরেই এসকে সিদ্ধান্ত নেয়, ফেডারেশনের বাইরে থেকে শিল্পী নিয়ে তারা শ্যুট করবে। এ নিয়ে কোর্টেও যায় তারা। কোর্টের বয়ান অনুযায়ী, এসকে মুভিজ তাদের প্রয়োজন মতো বাইরে থেকে টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারে। ফেডারেশন কোনও আপত্তি করতে পারবে না। কোর্টের এই সিদ্ধান্ত সরাসরি ফেডারেশনের বিরুদ্ধে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁকে পাওয়া যায়নি।

Advertisement

হিমাংশু জানাচ্ছেন, লন্ডনের শ্যুটিংয়ে তাঁরা মুম্বই, দক্ষিণ ভারত থেকে টেকনিশিয়ান নিয়ে গিয়েছেন। লন্ডনের স্থানীয় কলাকুশলীরাও আছেন। ‘চালবাজ’-এ শুভশ্রী আর বাংলাদেশের অভিনেতা শাকিব অভিনয় করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন