বেয়ার্ড লুকে ইনি দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বই, কে বলুন তো?

বৃদ্ধ দাড়িওয়ালা এক ভদ্রলোক। মাথায় তাঁর টুপি, চোখে সানগ্লাস, আর পরণে টিশার্টের উপর একটা কোট। পায়ে আবার চামড়ার চটি। পোশাকে কোনও সামঞ্জস্য নেই। যাকে বলে ‘কেয়ারলেস বিউটি’। কিন্তু যা আছে তা হলে চোখে মুখে একটা ক্রোধ। হুঙ্কারহীন ক্রোধ। হ্যাঁ, ১০২ বছরের এই বৃদ্ধই দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বইয়ের রাস্তাঘাট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৪:৪৪
Share:

‘১০২ নট আউট’-এর শুটিংয়ে অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

বৃদ্ধ দাড়িওয়ালা এক ভদ্রলোক। মাথায় তাঁর টুপি, চোখে সানগ্লাস, আর পরণে টিশার্টের উপর একটা কোট। পায়ে আবার চামড়ার চটি। পোশাকে কোনও সামঞ্জস্য নেই। যাকে বলে ‘কেয়ারলেস বিউটি’। কিন্তু যা আছে তা হলে চোখে মুখে একটা ক্রোধ। হুঙ্কারহীন ক্রোধ। হ্যাঁ, ১০২ বছরের এই বৃদ্ধই দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বইয়ের রাস্তাঘাট। কে বলুন তো ইনি?

Advertisement

আসলে এ সবই একটা ছবির অংশ। সেই ছবিরই অবতার এই বৃদ্ধ। কিন্তু সত্যিই তাঁকে চিনতে পারাটা দুষ্কর।

ছবির নাম বললে বোধহয় বুঝতে সুবিধা হবে। ছবির নাম ‘১০২ নট আউট’। ছবির পরিচালক উমেশ শুক্ল। এই একই নামে নাট্যকার সৌম্য জোশীর গুজরাতি নাটক অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। যে ছবিতে অনেক দিন পর ফিরতে চলেছে সেই পুরনো জুটি। ‘অমর আকবর অ্যান্টনি’ –র আকবর এবং অ্যান্টনির জুটি। অর্থাৎ ঋষি কপূর এবং অমিতাভ বচ্চন।

Advertisement

মুম্বইয়ের রাস্তায় ঋষি কপূর।

‘১০২ নট আউট’-এ পিতা ও পুত্রের ভূমিকায় এঁরা দুজনে। আর বেয়ার্ড লুকে যার ছবিটি আমরা দেখছি ইনি অমিতাভ বচ্চন। ছবিতে ঋষি কপূরের বাবা। ছেলে অর্থাৎ ঋষি কপূরের বয়স এখানে ৭৫।

জোরকদমে চলছে ‘১০২ নট আউট’ এর শুটিং। মিস্টার বচ্চন যে একা এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তা নয়। ‘১০২ নট আউট’ এর জন্য ঋষি কপূরও শুটিং করছেন মুম্বইয়ের ব্যস্ত রাস্তায়। খাদির জামা পরে, টাক মাথায় আর পায়ে স্নিকার্স। এটাই ঋষি কপূরের লুক।

১০২ নট আউট-এ অমিতাভ বচ্চন এবং ঋষি কপূরের এমনই লুক।

লুকের জন্য যাঁরা অপেক্ষা করে ছিলেন তাঁদের অপেক্ষার অবসান। এখন ‘১০২ নট আউট’ এ এই পিতা-পুত্রের সমীকরণ কীরকম দাঁড়ায় সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন