শ্বেতা বসু প্রসাদ।
‘মকড়ি’র সেই শিশু অভিনেত্রীকে মনে পড়ে? ঠিকই ধরেছেন শ্বেতা বসু প্রসাদ। বড় হওয়ার পরও বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন তিনি। আর এ বার ঘোষণা করলেন নিজের বিয়ের দিন।
আগামী ১৩ ডিসেম্বর পুণেকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহিত মিত্তলকে বিয়ে করবেন শ্বেতা। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন শ্বেতা-রোহিত।
রোহিত পেশায় পরিচালক। ২০১৭-এ গোয়াতে তাঁদের এনগেজমেন্ট হয়। বলি মহলের এক সূত্রের দাবি, গোয়ায় প্রথমে রোহিতকে প্রোপোজ করেন শ্বেতা। পরে রোহিতও পুণেতে শ্বেতাকে নিজের ভালবাসার কথা জানান। বিয়েও নাকি ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতেই করবেন তাঁরা।
আরও পড়ুন, ‘জ্যেষ্ঠপুত্র’ কি ঋতুপর্ণর বায়োপিক? মুখ খুললেন কৌশিক-প্রসেনজিত্
এই মুহূর্তে বালিতে রয়েছেন শ্বেতা। বন্ধুদের সঙ্গে সেখানেই ব্যাচেলার্স পার্টি এনজয় করছেন। শ্বেতা আগেই সাংবাদিকদের কাছে তাঁর এনগেজমেন্টের খবর স্বীকার করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন এই দুই তারকা। পরিচালক অনুরাগ কাশ্যপের খুবই ঘনিষ্ঠ রোহিত এবং শ্বেতা। ফলে তাঁদের বিয়েতে বলি মহলের ঘনিষ্ঠরাও উপস্থিত থাকতে পারেন বলে খবর।
A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)