Sweta Tiwari

টেলি দুনিয়ায় ফের করোনা হানা, আক্রান্ত শ্বেতা তিওয়ারি

টেলিভিশন জগতে ফের করোনা হানা। করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:২৭
Share:

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ছবি ফেসবুক থেকে নেওয়া।

টেলিভিশন জগতে ফের করোনা হানা। করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বর্তমানে তিনি হোম কোয়রান্টিনে,। সঙ্গে রয়েছেন মেয়ে পলক। তাঁর ছেলেকে শ্বেতার স্বামী অভিনব কোহালির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্বেতা এবং অভিনব এক সঙ্গে থাকেন না।

Advertisement

বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘মেরে ড্যাড কি দুলহন’ ধারাবাহিকে। শ্বেতার বিপরীতে অভিনয় করছেন বরুণ বঢলা। যদিও তাঁর স্ত্রী কোভিড পজিটিভ হওয়ায় এই মুহূর্তে তিনি শুটিং করছেন না। শ্বেতা জানিয়েছেন, “১৬ সেপ্টেম্বর থেকে আমার কাশি হচ্ছিল। টোনি এবং দিয়া বলেছিল (আমার ধারাবাহিকের পরিচালক) আমার আর বরুণের বিয়ের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কোন ঝুঁকি নিতে চাইনি। নিজের টেস্ট করাই। সৌভাগ্যবশত আমার বাড়িতে ঘরের সংখ্যা অনেক। আমি একটি ঘরে কোয়ারেন্টিনে আছি। আমার মেয়ে পলক সামাজিক দূরত্ব মেনে চলা নিয়ে খুবই ওয়াকিবহাল। সে সব নিয়ম মেনে চলছে। এই সময়টা খুবই কঠিন। এমনকি, সেটে শুটিং করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কবে আমরা মুক্তি পাব এই অতিমারি থেকে?”

বরুণের স্ত্রী রাজেশ্বরী ইনস্টাগ্রামে জানিয়েছেন, অভিনেতার রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় টেস্টের রিপোর্টের অপেক্ষায় বরুণ। সব কিছু ঠিকঠাক থাকলে ফের তিনি সেটে ফিরবেন।

Advertisement

এর আগে টেলিভিশন জগতের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। পার্থ সমথন, মোহেনা কুমারী, রাজেশ কুমারের মতো অভিনেতারা রয়েছেন সেই তালিকায়। তাঁরা প্রত্যেকেই করোনাকে জয় করে এখন সুস্থ।

আরও পড়ুন: ছবির গান ও ইন্ডিপেন্ডেন্ট গানে ইউটিউবে ভিউজ়ের তারতম্যে কেন?

আরও পড়ুন: লন্ডনে এসে ডায়েটের ছুটি, রোজ ব্রাউনি খাচ্ছি: প্রিয়াঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement