Simi Garewal on Dusshera

‘আমাদের লোকসভার অধিকাংশের চেয়ে আপনি বেশি শিক্ষিত’, রাবণের প্রশংসা করে কটাক্ষের শিকার সিমি

সিমির এই পোস্ট দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকের। এমনকি রাবণ কতটা শিক্ষিত, তা নিয়েও কথা বলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৩
Share:

রাবণের প্রশংসায় সিমি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দশেরায় রাবণের প্রশংসা করে কটাক্ষের শিকার হলেন সিমি গ্রেওয়াল। বৃহস্পতিবার অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানান অভিনেত্রী। তখনই সমাজমাধ্যমের সেই পোস্টে রাবণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Advertisement

সিমি তাঁর পোস্টে লেখেন, “প্রিয় রাবণ, প্রতি বছর এই দিনে আমরা অশুভ শক্তির বিনাশ করে, যা কিছু শুভ ও ভাল সেগুলির উদ্‌যাপন করি। কিন্তু আপনার আচরণ দেখে মনে হয়, আপনাকে আর খারাপ বলা যায় না। বরং সামান্য দুষ্টু বলা যেতে পারে। আসলে আপনি কী এমন করেছিলেন?”

সিমির এই পোস্ট দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকের। এমনকি রাবণ কতটা শিক্ষিত, তা নিয়েও কথা বলেছেন তিনি। বর্ষীয়ান অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, “আমি মানছি, আপনি এক মহিলাকে অপহরণ করেছিলেন। কিন্তু তার পরে তাঁকে যে পরিমাণ সম্মান আপনি দিয়েছিলেন, তা আমরা কোনও মহিলাকে দিতে পারি না। আপনি তাঁকে ভাল খাবার খাইয়েছেন, আশ্রয় দিয়েছেন এবং তাঁর নিরাপত্তার জন্য মহিলা নিরাপত্তারক্ষীদের রেখেছিলেন।”

Advertisement

এখানেই শেষ নয়। রাবণের জন্য তিনি আরও লেখেন, “আপনি বিয়ের প্রস্তাবটাও অত্যন্ত নম্রতার সঙ্গে দিয়েছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পরে আপনি মুখে অ্যাসিড ছুড়তে যাননি। রাম যখন আপনাকে হত্যা করেন, তখন আপনি বুদ্ধিমানের মতো ক্ষমাও চেয়ে নেন। আমাদের লোকসভার অর্ধেক সংখ্যক মানুষের চেয়ে আপনি বেশি শিক্ষিত বলে আমি মনে করি। আপনাকে পুড়িয়ে ফেলার সত্যিই কোনও অভিপ্রায় নেই।”

এই পোস্ট দেখে সিমির উপর চড়াও হয়েছে নেটাগরিক। তাঁদের বক্তব্য, কী ভাবে রাবণের মতো অশুভ শক্তির এই ভাবে জয়জয়কার করা যায়? তবে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি সিমি নিজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement