পাকিস্তানের পরে এ বার ভারতের পরিষেবার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন আদনান। ছবি: সংগৃহীত।
মুম্বই বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন আদনান সামি। কিছু দিন আগেই অপারেশন সিঁদুরের প্রশংসা করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন গায়ক। তাঁর দিকে কটাক্ষ ধেয়ে এসেছিল পাকিস্তানের তরফ থেকে। এক অনুষ্ঠানে কানে ভারতের পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেও তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আর এ বার মুম্বই বিমানবন্দরের নিন্দা করে ফের খবরের শিরোনামে আদনান।
মুম্বই বিমানবন্দরের ‘মিট অ্যান্ড গ্রিট’ পরিষেবা নিয়ে ক্ষুব্ধ আদনান সামি। বিমানবন্দরের সব কাজ যাতে মসৃণ ভাবে হয়, সেই দিকেই নজর রাখার দায়িত্ব এই পরিষেবার। অসন্তুষ্ট গায়ক সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “মুম্বইয়ের ‘প্রণাম পরিষেবা’ খুব খারাপ, যত্নহীন ও ঢিলেঢালা হয়ে গিয়েছে। গ্রাহকদের জন্য ন্যূনতম চিন্তা ভাবনা নেই ওদের। খুব খারাপ অভিজ্ঞতা হল। লজ্জাজনক। পরিষেবা আরও জোরদার হওয়া উচিত।”
সমাজমাধ্যমে এই অভিযোগ দেখা মাত্রই উত্তর দিয়েছে মুম্বই বিমানবন্দর। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রিয় সামি। বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই এটা শুনে যথেষ্ট ভাবিত। আপনার অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। যাতে এ বিষয়ে যত্নবান হওয়া যায়, সেই দিকেও আমরা নজর দিচ্ছি। যাত্রীদের স্বচ্ছন্দ ও সুবিধা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
জন্মসূত্রে পাকিস্তানি হলেও, আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। ২০২২ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তা-ও জানিয়েছিলেন গায়ক। আদনান লিখেছিলেন, “মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁদের উপর আমার রাগ নেই। আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে আমি ভালবাসি।”