Javed Akhtar

‘অপারেশন সিঁদুর নিয়ে চুপ তো কী হয়েছে? ওরা টাকার কথা ভাবছে’, ফের বিতর্কে জাভেদ আখতার

বলিউডের কয়েক জন তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। আবার কেউ কেউ কেবল নিজের কাজ নিয়েই ব্যস্ত। কাজের দিকেই তাঁদের লক্ষ্য স্থির। তাই তাঁরা যদি কথা না-ও বলেন, তাতে আপত্তির কিছু নেই। এমনই মনে করেন বর্ষীয়ান গীতিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১২:২৩
Share:

ক সাক্ষাৎকারে জাভেদ আখতার দাবি করেছেন, তিনি নিজে পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যথেষ্ট সরব ছিলেন। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তানি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সমাজমাধ্যমে জয়জয়কার হয়েছে। কিন্তু বলিউডের একাংশ অভিনেতা মুখে কুলুপ এঁটে ছিলেন। তা নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। বিশেষত, যাঁরা বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকেন, তাঁরাও নীরব ছিলেন। তাঁদের মতামতকে গুরুত্ব দেয় মানুষ। তাই প্রশ্ন উঠছে, কেন এই সময়ে চুপ করে ছিলেন তাঁরা? এই সমালোচিত তারকাদের হয়েই কি এ বার মুখ খুললেন জাভেদ আখতার!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার দাবি করেছেন, তিনি নিজে এই বিষয় নিয়ে যথেষ্ট সরব ছিলেন। তাঁর কথায়, “আমি কথা বলেছি এই বিষয় নিয়ে। অনেক সময়ে মানুষের পছন্দ হয় না আমার কথা। কিন্তু আমি যেটা সত্যি বলে মানি, সেটাই আমি বলি।”

বলিউডের কয়েক জন তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। আবার কেউ কেউ কেবল নিজের কাজ নিয়েই ব্যস্ত। কাজের দিকেই তাঁদের লক্ষ্য স্থির। তাই তাঁরা যদি কথা নাও বলেন, তাতে আপত্তির কিছু নেই। এমনই মনে করেন বর্ষীয়ান গীতিকার। তাঁর কথায়, “কেউ কথা বলেনি তো কী হয়েছে? দেশ তো কথা বলছে। বহু মানুষ কথা বলেছেন। কিছু মানুষ শুধুই টাকা রোজগার করতে আর খ্যাতি অর্জন করতে ব্যস্ত। তাঁদের সেটাই করতে দিন।”

Advertisement

তবে, তাঁর এই পাশে দাঁড়ানো সত্যিই সমর্থন জোগানো না কি, আদতে কটাক্ষপাত, তা নিয়েও চলছে কানাঘুষো। কারণ খুব সহজ কথা বলেননি জাভেদ। কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে জাভেদকে প্রশ্ন করা হয়েছিল, যে তারকারা এত দেশাত্মবোধক ছবি তৈরি করেন, তাঁরা কেন অপারেশন সিঁদুর নিয়ে চুপ?

এই প্রসঙ্গে জাভেদ বলেন, “সব বিষয়ে কথা বলা জরুরি, এটাই যদি আপনি মনে করেন, তা হলে উঠে দাঁড়িয়ে বলুন শেষ ১৫ বছর সরকারের কোন প্রকল্পের বিরুদ্ধে আপনি একটি কথাও বলেছেন? সুবিধাজনক বিষয় নিয়ে সকলেই কথা বলতে পারেন। যেখানে ঝুঁকি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলে আগে দেখান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement