Kartik-Sree Leela Marriage Gossip

গায়ে হলুদ শ্রীলীলার! নায়িকার নতুন লীলায় মাত বলিউড, কার্তিকের সঙ্গে বিয়েটা কি হয়েই গেল?

অনুরাগ বসুর ছবিতে প্রথম জুটি বেঁধেছেন তাঁরা। সবটাই কি ছবির প্রচার কৌশল? বিতর্ক তৈরি হয়েছে বলিউডের অন্দরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১০:৪০
Share:

বিয়ের ফুল ফুটেছে কার্তিক আরিয়ান, শ্রীলীলার? ছবি: সংগৃহীত।

সপ্তাহান্ত তোলপাড় নায়িকার লীলায়! কার্তিক আরিয়ান-শ্রীলীলা কি সাতপাক ঘুরেই ফেললেন? আপাতত এই প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজছে বলিউড এবং দুই তারকার অনুরাগীরা। শ্রীলীলার কয়েকটি ছবি ধন্দ তৈরি করে দিয়েছে। ছবিগুলিতে ধরা পড়েছে তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান! সাধারণত যা বিয়ের আগে হয়। এমন কিছু ছবি দেখেই চোখ কপালে সকলের। সমাজমাধ্যমে প্রশ্নের বন্যা, কার্তিকের সঙ্গেই নায়িকার বিয়ে হচ্ছে তো?

Advertisement

ছড়িয়ে পড়া সব ক’টি ছবিতে দেখা গিয়েছে, শ্রীলীলাকে হলুদ মাখাচ্ছেন একাধিক জন। নারী-পুরুষ উভয়ের হাত থেকেই হলুদ মাখছেন তিনি। মুখে সলজ্জ হাসি। নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা। পরনে পেলব নীল আর ঘিয়ে রঙের মিলমিশে তৈরি শাড়ি। সঙ্গে হালকা গয়না, চুলে ফুল। সব মিলিয়ে ঝলমল করছেন তিনি। সামনে হলুদ, কুমকুম, পানপাতায় সাজানো একটি রেকাব। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর।

অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে। তার উপরে কার্তিকের মা হবু বৌমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন সব ক’টিই নায়িকার মধ্যে রয়েছে! কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে শ্রীলীলাকে। ফলে, গায়েহলুদের ছবি ছড়াতেই হুলস্থূল শুরু। নিন্দকেরা যদিও পাল্টা বলছেন, সবটাই নাকি নতুন ছবির প্রচারের স্বার্থে। না হলে ছবি শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসার মতো বোকামি করবেন না কার্তিক-শ্রীলীলা। কিছু অনুরাগীর দাবি, শ্রীলীলার জন্মদিন উপলক্ষে নাকি এই রীতি পালিত হয়েছে। তবে ইন্টারনেট খুঁজলে জানা যাচ্ছে, নায়িকার জন্মদিন ১৪ জুন।

Advertisement

ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন। আবার প্রশ্ন উঠছে, যদি গায়েহলুদের অনুষ্ঠানই হয়, তবে সিঁথিতে সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা? অনেক নেটাগরিক মনে করিয়ে দিচ্ছেন, দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা। যদিও পুরো বিষয়টি ধোঁয়াশায় ঢাকা। একমাত্র কার্তিক বা শ্রীলীলাই পারেন সঠিক জবাব দিতে। তাঁরা কি মুখ খুলবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement