Saif Ali Khan

বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী, করিনা, দুই সন্তান থাকা সত্ত্বেও বাড়ি ফিরতে ভাল লাগে না সইফের!

মাস দেড়েক পেরিয়ে গিয়েছে সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনা। তবু বাড়ি ফিরতে কেন ভাল লাগে না অভিনেতার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২২:৪৫
Share:

সইফ আলি খান। —ফাইল চিত্র

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল মুম্বই শহর। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ন। এত বড় তারকার বাড়িতে নেই সিসিটিভির নজরদারি! বাড়ির পিছনের দরজা ছিল খোলা। যার ফলে অনায়াসে পিছনের সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢোকে দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে প্রায় ছ’বার ছুরি দিয়ে অভিনেতাকে কোপায় ওই দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে আঁটসাঁট করা হয় সইফের বাড়ির নিরাপত্তা। যদিও এই ঘটনার মাস দেড়েক পেরিয়ে গিয়েছে, তবু বাড়ি ফিরতে কেন ভাল লাগে না সইফের?

Advertisement

আসলে বাবা হিসেবে বাড়ি ফিরে যখন দেখেন, দুই ছেলে ঘুমোচ্ছে, সেটা পীড়া দেয় তাঁকে। কিছুতেই মানতে পারেন না। খালি মনে হয়, আরও বেশি যদি সন্তানদের সময় দিতে পারতেন। এক সাক্ষাৎকারে সইফ বলেন, ‘‘যখন বাড়ি ফিরে দেখি বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার খুব খারাপ লাগে। এটা সাফল্য নয়। সাফল্য সেটাই, যখন তুমি না বলতে পারবে। আমরা বছরে চার বার ছুটি পাই, আর যখন আমরা ওদের সঙ্গে ছুটি কাটাতে যাই, তখন আমি কোনও কাজ রাখি না। সেই সময়টা দারুণ কাটাই।’’ আসলে সইফ মনে করেন, সন্তান মানুষ করতে গেলে বাবা-মা উভয়কেই পর্যাপ্ত সময় দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement