KK

Singer KK Death: অলবিদা কেকে, ‘মুক্তিধাম’-এ গায়কের শেষকৃত্য সম্পন্ন হল

মঙ্গলবারও মঞ্চ কাঁপাচ্ছিলেন ৫৪ বছরের কৃষ্ণকুমার কুন্নাথ। বৃহস্পতিবার তিনি শায়িত মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:০২
Share:

বাবার মুখাগ্নি করছেন নকুল। ছবি : টুইটার থেকে।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৫:৩৯ key status

ভারসোভার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল কেকে-র

পঞ্চভূতে বিলীন কেকে। ভারসোভার শ্মশানে তাঁর অন্ত্য়েষ্টি ক্রিয়া সম্পন্ন হল। ভক্তরা বললেন, ‘‘প্রিয় তারকা অমর থাকবেন তাঁর গানে।’’ 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৪:১৫ key status

চিতায় শিল্পী, উপস্থিত সহকর্মীরা

শিল্পীর অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় হাজির তাঁর সহকর্মীরা। হরিহরণ, শ্রেয়া, অলকা, সেলিম, অভিজিতের মতো তারকা সঙ্গীত শিল্পীরা দাঁড়িয়ে রয়েছেন ভারসোভার শ্মশানে। 

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:৫৩ key status

বাবাকে শেষ বিদায় নকুল-তামারার, চিতার সামনে ভেঙে পড়লেন স্ত্রী

কেকে-র শেষকৃত্য শুরু হল। ভারসোভার মুক্তিধাম শ্মশানে জ্বলছে শিল্পীর চিতা। চোখের জলে বাবাকে বিদায় জানালেন পুত্র নকুল এবং কন্যা তামারা। 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:২১ key status

কেকে-কে শ্রদ্ধা জানাতে উপচে পড়েছিল সঙ্গীত জগৎ

হরিহরণ এসেছিলেন সকালেই। পরে কেকে-কে শ্রদ্ধা জানাতে আসেন তাঁর মুম্বইয়ের সঙ্গীত জগতের সহকর্মীরা। শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, অলকা ইয়াগনিক, অনুপ জালোটা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:১৭ key status

ভারসোভায় শ্মশানে পৌঁছল কেকে-র নশ্বর দেহ

অনুরাগীদের চোখে জল। প্রিয় তারকা কেকে-র শেষ যাত্রায় শামিল হয়ে তাঁর অন্ত্যেষ্টি স্থলে পৌঁছলেন ভক্তরা। 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:১৩ key status

কেকে-র শেষ যাত্রায় অনুরাগীর ঢল

গায়কের শেষ যাত্রায় অগুনতি মানুষের ভিড়। রয়েছেন অনুরাগীরা, বলিউডের সঙ্গীতজগতের বিশিষ্টরাও। 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:১০ key status

ঠিক দুপুর একটায় শুরু হল শেষ যাত্রা

ভারসোভার মুক্তিধাম শ্মশানেই  শেষকৃত্য হয়েছিল কেকে-র মায়ের। সেখানেই চিতা সাজানো হয়েছে কেকে-রও। 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১১:৫৩ key status

দুপুর একটায় শেষকৃত্যের জন্য রওনা হবে কেকে-র দেহ

ভারসোভার পার্ক প্লাজা থেকে ভারসোভার শ্মশানের দূরত্ব মেরে কেটে পাঁচ মিনিট। যদি সোজা রাস্তায় পঞ্চমার্গ ধরে এগোনো যায় তবে। আর যদি ঘুরপথে যাওয়া হয় তাহলেও সাত মিনিটের বেশি সময় লাগার কথা নয়। দুপুর ১টায় গায়ক কেকে-র অন্তিম যাত্রা সম্পন্ন হবে ওই সময়ের মধ্যেই। ভারসোভার শ্মশানেই শেষকৃত্য হবে গায়ক কেকে-র। তাঁর পরিবারের তরফে অন্তত তা-ই  জানানো হয়েছে। 

মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে শেষ অনুষ্ঠান করার পর অসুস্থ কেকে-র মৃত্যু হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। তার পর তাঁর দেহ মুম্বইয়ে পৌঁছয় বুধবার রাতে। 

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১১:৩৮ key status

ভারসোভার পার্ক প্লাজায় শায়িত কেকে-র নশ্বর দেহ

মুম্বইয়ের ভারসোভাতে বাড়ি কেকে-র। ভারসোভারই পার্ক প্লাজা হলে গায়কের মরদেহ শায়িত রয়ছে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করতে সকালেই এসেছিলেন হরিহরণ। কেকে-র গাওয়া ‘ম্যাচিস’ ছবির গান ‘ছোড় আয়ে হাম’-এ একসঙ্গে গলা মিলিয়েছিলেন কেকে এবং হরিহরণ।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement