Priyanka Chopra

‘প্রিয়ঙ্কা একজন সন্ন্যাসিনী’, স্ত্রীর সঙ্গে আসলে সম্পর্ক কেমন? জানালেন নিক জোনাস

আমেরিকান পপ তারকা নাকি তাঁর কন্যাকে প্রায়ই বলেন, প্রিয়ঙ্কা আসলে একজন ‘সন্ন্যাসিনী’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২০:২৭
Share:

প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস। ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া নাকি ‘সন্ন্যাসিনী’! মনে করেন অভিনেত্রীর স্বামী নিক জোনাস। বিনোদন জগতে এই জুটি ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। কিন্তু সে সবে কান দেন না তাঁরা কেউই। বরং পরস্পরকে বিভিন্ন ভাবে উৎসাহ দেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জানিয়েছেন, মালতী মেরির বাবা হিসেবে তিনি কেমন। সেই সঙ্গে স্ত্রীর ভূয়সী প্রশংসাও করেছেন নিক।

Advertisement

আমেরিকান পপ তারকা নাকি তাঁর কন্যাকে প্রায়ই বলেন, প্রিয়ঙ্কা আসলে একজন ‘সন্ন্যাসিনী’। তিনি এমন কিচ্ছু করেন না যা ভুল। মালতীকে জীবনে কী কী শেখাতে চান নিক? প্রশ্ন করা হয়। উত্তরে নিক বলেন, “দয়ালু হলে কোনও দিন তা নিয়ে অনুতাপ করবে না। দয়ালু হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও, কখনও তা নিয়ে অনুতাপ করবে না। সব সময়ে দরজা খোলা রাখবে। জানবে, তোমার বাড়িতে সকলেই স্বাগত। সেখানে যেন তাঁরা থাকতে পারেন আর খাবারও পান।”

প্রিয়ঙ্কা সম্পর্কে কন্যাকে নিক বলেন, “তোমার কিন্তু একজন সন্ন্যাসিনী। সে কখনও খারাপ কিছু করেনি। তোমার মা সকলের মধ্যে সেরা।” প্রিয়ঙ্কার জন্যই তিনি মালতী মেরির আরও ভাল বাবা হয়ে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন নিক। তিনি বলেছেন, “স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভাল বাবা হয়ে উঠতে পারছি। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারাটা সত্যিই অসাধারণ বিষয়।”

Advertisement

২০১৮ সালে আমেরিকান তারকাকে বিয়ে করেন প্রিয়ঙ্কা। তার পর থেকে পাকাপাকি ভাবে তাঁর আমেরিকাতেই বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement