Debolina Dutta

পাচ্ছেন আগাম অভিনন্দন! সৌম্যর সঙ্গে শুধুই বন্ধুত্ব, নাকি প্রেম? মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা

টলিপাড়ায় অভিনেত্রী দেবলীনা দত্ত এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। বার বার একই প্রশ্ন, তাঁরা কি সত্যি কোনও সম্পর্কে আছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২০:০৯
Share:

সত্যিই কি সম্পর্কে আছেন সৌম্য এবং দেবলীনা? ছবি: সংগৃহীত।

সাড়ে তিন বছরের বন্ধুত্ব তাঁদের। দু’জনেরই বৈবাহিক বিচ্ছেদ হয়েছে। এক জনের বিচ্ছেদ হলেও তাঁদের আইনি সইসাবুদ কিছু হয়নি। ফলে টলিপাড়ার তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন। অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত— তাঁরা কি শুধুই বন্ধু? এই প্রশ্ন সকলের মুখে মুখে। বহু বার উত্তর দিয়েছেন সৌম্য। অনেকে আবার প্রশ্ন করেছেন, তাঁরা বন্ধুত্বের বাইরে কেন কিছু ভাবছেন না নিজেদের সম্পর্ক নিয়ে? আনন্দবাজার ডট কমকে সৌম্যর সঙ্গে সম্পর্কের নেপথ্য গল্প বললেন দেবলীনা। অভিনেত্রীর কথায়, তাঁরা হলেন হরিহর আত্মা। অভিনেত্রী বললেন, “এই বন্ধুত্বের কথা প্রথম যখন প্রকাশ্যে আসে তখন তো মানুষ নিজেদের রায় দিয়েই দিয়েছিলেন। যে আমরা শুধু বন্ধু নই, সম্পর্কে আছি।” এ রকম বন্ধুত্বও যে হতে পারে তা অনেকেই ভেবে উঠতে পারেনি। অভিনেত্রী নিজেও বিশ্বাস করেন, সত্যি কখনও চাপা থাকে না। যদিও সত্যিই বন্ধুত্বের আড়ালে অন্য কিছু থাকত তা হলে সেটাও বেশি দিন আড়ালে রাখা যেত না।

Advertisement

দেবলীনা বললে, “যখন এই প্রেমের কথা শুনেছিলাম তা শুনে খুব হেসেছিলাম আমরা। এত বছর কাটার পর মানুষের মনে হয় বোধগম্য হয়েছে, সৌম্যর সঙ্গে আমার সম্পর্ক নিখাদ বন্ধুত্বের। এখানে প্রেম নেই। তাই হয়তো এখন সবার মনে হচ্ছে, এমন সম্পর্ক তো দেখা যায় না! তাই অনেকের ধারণা, এই সম্পর্ক যদি প্রেমে মোড় নেয় তা হলেও মন্দ হয় না। আমরা তো মন্তব্য বক্সে আগাম অভিনন্দনও জানিয়েছেন।” কথায় আছে, বন্ধুত্বই প্রেমের ভিত্তি। সেটা কেন্দ্র করে অনেকে বিয়ে করেন। কিন্তু অনেক সময় বিয়ের পর সেই বন্ধুত্ব আর থাকে না বলে সম্পর্কই নষ্ট হয়ে যায়। দেবলীনা যোগ করলেন, “এই উদাহরণও আছে আমার চোখের সামনে। তা বলে কেউ আবার আমার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কারণ, আমার সম্পর্কের ভাঙনের কারণ বন্ধুত্ব নয়। নেপথ্যে অন্য বিষয় আছে যা আমি বলতে চাই না।”

সৌম্য, দেবলীনা ছাড়াও তাঁদের দলে রয়েছেন আরও এক জন। দেবলীনার কথায়, “আমরা তো আসলে থ্রি মাস্কেটিয়ার্স। আমরা যেহেতু অভিনেতা, তাই চর্চা হয় বেশি। নারায়ণ সিন্‌হা আমাদের আর এক বন্ধু। যখন জীবনে বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন এক দিকে ছিল সৌম্য আর অন্য দিকে ছিল নারায়ণ। ওর নাম না বললে অন্যায় করা হবে।” জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছেন দেবলীনা। কিন্তু কোনও সম্পর্কে উপরেই আস্থা হারাননি তিনি। আবারও সম্পর্কে জড়াতে কোনও দ্বিধা নেই। অভিনেত্রী বললেন, “সমাজমাধ্যমের পাতায় লেখা আছে, আমি সেপারেটেড অর্থাৎ সঙ্গীর থেকে আলাদা থাকি। তার পরিবর্তে আমি সবাইকে জানাতে চাই, আমি ওই তকমটা বদলাতে ইচ্ছুক। তাই যদি সৌম্যর সঙ্গে সম্পর্কে জড়াই তা হলে ঢাকঢোল পিটিয়ে প্রেম করব আমরা। কোনও লুকোচুরি থাকবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement