Entertainment News

গায়িকা পরমা দাশগুপ্তর বেস্ট ফ্রেন্ডের নাম জানলে অবাক হবেন

সব ধরনের গান শুনলেও পরমার কাছে কিশোর কুমার যেন অলরাউন্ডার। তাঁর কথায়, ‘‘আমার যখন মন খারাপ হয়, তখন কিশোর কুমারের সিনেমা দেখি। আবার যখন মন ভাল থাকে তখন কিশোর কুমারের গান শুনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ১৮:০৩
Share:

পরমার প্রিয় বন্ধু কে বলুন তো? — নিজস্ব চিত্র।

বলিউড গায়িকা পরমা দাশগুপ্তকে তো আপনারা চেনেন। কিন্তু তাঁর প্রিয় বন্ধুকে কি চেনেন?

Advertisement

অবশ্যই চেনেন। হলফ করে বলা যায়, পরমার বেস্ট ফ্রেন্ডকেও আপনি চেনেন। তাঁকে সম্মান করেন। আসলে পরমার প্রিয় বন্ধুর নাম কিশোর কুমার। অবাক হচ্ছেন? কিন্তু এ কথা সত্যি। পরমা নিজেই শেয়ার করেছেন এ কথা।

Advertisement

আরও পড়ুন, ‘শাহেনশাহ’র জন্মদিনে তাঁর এই গানগুলি মনে পড়ে?

আরও পড়ুন, পঁচাত্তরেও লাইন শুরু বচ্চন থেকেই

প্রায় ১০ বছর ধরে বলিউডে গান গাইছেন পরমা। তবে কলকাতার মেয়ের গানের চর্চা ছিল ছোট থেকেই। সব ধরনের গান শুনলেও পরমার কাছে কিশোর কুমার যেন অলরাউন্ডার। তাঁর কথায়, ‘‘আমার যখন মন খারাপ হয়, তখন কিশোর কুমারের সিনেমা দেখি। আবার যখন মন ভাল থাকে তখন কিশোর কুমারের গান শুনি। আসলে আমার বেস্ট ফ্রেন্ড কিশোর কুমার।’’

১৩ অক্টোবর, ১৯৮৭। প্রয়াত হয়েছিলেন এই মহান শিল্পী। তাঁরই গানে শ্রদ্ধা জানালেন গায়িকা পরমা দাশগুপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement