Rupankar Bagchi

‘দয়া করে রুচিশীল পোশাক পরুন’, চৈতালির চেহারা নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন রূপঙ্কর-পত্নী

এই মুহূর্তে বিদেশে রয়েছেন রূপঙ্কর বাগচী এবং তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ী। অনেক মুহূর্তও তাঁরা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:২০
Share:

কী জবাব দিলেন রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালি লাহিড়ী? ছবি: সংগৃহীত।

গানের অনুষ্ঠান করতে কিছুদিন হল বিদেশে রয়েছেন রূপঙ্কর বাগচী। সঙ্গে রয়েছেন গায়কের স্ত্রী চৈতালি লাহিড়ীও। বিদেশে সময় কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তাঁরা। চৈতালির ছবিতে অনেকেই নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, “ওজনটা কমিয়ে ফেলুন।” আবার একজনের মন্তব্য, “দয়া করে রুচিশীল পোশাক পরুন।”

Advertisement

এই সব মন্তব্য পড়ে আর চুপ থাকলেন না চৈতালি। বিদেশে বসেই কটাক্ষকারীদের মোক্ষম জবাব দিলেন তিনি। চৈতালিকে স্পষ্টবাদী হিসাবেই চেনেন সবাই। যে কোনও পরিস্থিতিতেই নিজের মতামত জানাতে পিছপা হন না তিনি। এ ক্ষেত্রেও তাঁর অন্যথা হল না। একটি ছবি দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, পরনে সাদা রঙের শার্ট আর ট্রাউজ়ার।

ফেসবুকে কটাক্ষকারীর মন্তব্যে চৈতালির জবাব। ছবি: ফেসবুক।

ছবি দিয়ে চৈতালি লেখেন, “আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সী মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতালে তার মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়। তাই আমি খুব খুশি। আমার বন্ধু, ভাইবোন, দাদা, বৌদি, মাসী আমাকে জানে ও চেনে। তাই ওই পার থেকে তুমি বা তোমরা কে কী বললে ভারী বয়েই গেল। আমার যা খুশি তাই পরব, যে ভাবে ইচ্ছে চলব। তোদের কী রে। কবুতর যা যা যা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement