Sohini-Shovan

‘জীবনে ভাল কিছু করেছি, তাই তোমায় পেয়েছি’, স্ত্রী সোহিনীর জন্মদিনে তাঁকে আদরে ভরালেন স্বামী শোভন

২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। এক বর্ষণমুখরিত দিনেই শুভ কাজ সারেন শোভন ও সোহিনী । দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:১৫
Share:

সোহিনীর জন্মদিনে শোভনের আদুরে শুভেচ্ছা। ছবি: সংগৃহীত।


বন্ধুত্ব, প্রেম, তার পর বিয়ে—সবটাই হয়েছিল চুপিসারে। এখন যদিও আর কোনও লুকোছাপা নেই। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় এখন ঘোরতর সংসারী। বিয়ের পর তাঁদের প্রেম যে আরও গভীর হচ্ছে, বোঝা গেল অভিনেত্রীর জন্মদিনে। স্ত্রীকে আদুরে শুভেচ্ছা জানালেন গায়ক।

Advertisement

দুজনেই ঘুরতে ভালবাসেন। বিভিন্ন জায়গায় যান। নিজেদের তেমনই বেশ কিছু না দেখা ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শোভন। বিয়ের প্রায় দেড় বছর হল। সোহিনীর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত যে একেবারে ঠিক হয়েছে, সেই আভাস পাওয়া গেল তাঁর লেখায়। স্ত্রীর জন্মদিনে কী লিখেছেন গায়ক?

শোভন লেখেন, “তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন ।”

Advertisement

২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। এক বর্ষণমুখরিত দিনে শুভ কাজ সারেন শোভন ও সোহিনী । দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। উপস্থিত হয়েছিলেন গুটিকয়েক আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। ১৫ জুলাই চারহাত এক হয় টলিপাড়ার চর্চিত এই যুগলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement