Entertainment News

নায়িকা নন, অথচ বলিউডের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত এই মহিলা কে?

‘মেরে ব্রাদার কি দুলহন’-এর ‘মধুবালা’, ‘ওয়েলকাম’-এর ‘কিয়া কিয়া’ বা যদি আরও একটু পিছনে ফিরে ভাবেন, তা হলে ‘মহব্বতে’ ছবির ‘প্যায়রো মে বন্ধন হ্যায়’-এর মতো হিট গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন শ্বেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:৪১
Share:

গেস করুন তো, ইনি কে? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ব্যাকগ্রাউন্ডে ঘন নীল জল। সেখানে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। পরনে সাহসী বিকিনি। বলিউডের এই সেনসেশনকে চিনতে পারছেন?

Advertisement

না! ইনি কিন্তু কোনও বলি নায়িকা নন। বরং গান গাওয়া এঁর পেশা। সঙ্গীতশিল্পী হিসেবেই বলিউডে পরিচিত। ইনি শ্বেতা পণ্ডিত। সম্প্রতি বালিতে ছুটি কাটিয়ে ফিরেছেন গায়িকা।

‘মেরে ব্রাদার কি দুলহন’-এর ‘মধুবালা’, ‘ওয়েলকাম’-এর ‘কিয়া কিয়া’ বা যদি আরও একটু পিছনে ফিরে ভাবেন, তা হলে ‘মহব্বতে’ ছবির ‘প্যায়রো মে বন্ধন হ্যায়’-এর মতো হিট গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন শ্বেতা। শুধু হিন্দি নয়, তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রিতেও পেশাদার শিল্পী হিসেবে গান গেয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, বলিউডে নভ্যার এন্ট্রি চান না বচ্চন পরিবারেরই এক সদস্য!

💙🌊💚

A post shared by 💫Shweta Pandit (@shwetapandit7) on

মাত্র চার বছর বয়সে গান গাইতে শুরু করেন শ্বেতা। শিশুশিল্পী হিসেবেই বলিউডে পারফর্ম করতে শুরু করেন। ১৪ বছর বয়সে আদিত্য চোপড়ার ‘মহব্বতে’-তে প্রথম ব্রেক পান। আর তাতেই সাফল্য পেয়েছিলেন। এর পর ‘পার্টনার’, ‘ওয়েলকাম’, ‘সরকার রাজ’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘হাইওয়ে’র মতো একের পর এক ছবিতে সুযোগ আসতে থাকে।

Just a drop of water 💧 in the ocean 🏝#secretbeaches #islandsofadventure #oceanlife 🌊#shwetapandit #waterbaby #planetearth 🌏 #vacaygoals #holiday2019

A post shared by 💫Shweta Pandit (@shwetapandit7) on

সেই অর্থে নায়িকার তকমা না পেলেও শ্বেতা অভিনয় করেছেন ‘বরখা’, ‘ডেভিড’-এর মতো ছবিতে। টিভি শো-তেও পারফর্ম করেছেন। তবে গায়িকা হিসেবেই বেশি সাফল্য এসেছে।

We are made of this 🌊🏝 #islandsofadventure #honeymooningforlife #shwetapandit #watersplash #beachlife🌴 #oceania #discoverocean #islandgirl #waterbaby #2019goals #oceancliffs #secretbeaches

A post shared by 💫Shweta Pandit (@shwetapandit7) on

এ সবের বাইরেও শ্বেতার অন্য একটি পরিচয় রয়েছে। তিনি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পদ্মবিভূষণ প্রাপ্ত পণ্ডিত যশরাজের নাতনি। ফলে গান তাঁর রক্তে, এমনটাই মনে করেন অনুরাগীরা। পেশার বাইরে শ্বেতার একান্ত ছুটির ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

All i need 🏝 #islandsofadventure #honeymooningforlife #shwetapandit #watersplash #beachlife🌴 #oceania #discoverocean #islandgirl #waterbaby #2019goals #oceancliffs #secretbeaches

A post shared by 💫Shweta Pandit (@shwetapandit7) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement