এ কী ঘটল সোনু নিগমের সঙ্গে! ছবি: সংগৃহীত।
সময়টা মোটেই ভাল যাচ্ছে না সোনু নিগমের। কন্নড় ভাষায় গান গাওয়া নিয়ে একপ্রস্ত অশান্তি। তাঁর মন্তব্যের জেরে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এক কন্নড় ছবি থেকে বাদ পড়েছে তাঁর গান। সে সব মেটার আগেই নতুন বিপত্তি। সোমবার নিজের গাড়ির নীচেই চাপা পড়ছিলেন তিনি! অল্পের জন্য প্রাণে বাঁচেন গায়ক। বাঁচান তাঁর নিরাপত্তারক্ষীরা। সোনুর মুখের অবস্থা দেখার মতো। নিজের গাড়ি যে এ ভাবে বিশ্বাসঘাতকতা করবে তাঁর সঙ্গে, স্বপ্নেও বোধ হয় ভাবতে পারেননি।
তাঁর সেই ছবি, বিশেষ মুহূর্ত ছবিশিকারিদের কল্যাণে ভাইরাল। ঝলকে দেখা গিয়েছে, মুম্বইয়ের রাস্তায় সোনু। নিজের গাড়ি থেকে নেমে তার সামনে দাঁড়ান তিনি। বন্ধুদের সঙ্গে কথায় ব্যস্ত। আচমকা গাড়িটি চলতে থাকে। গায়ক সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই! সোনুও বিষয়টি খেয়াল করেননি। তিনি আড্ডায় মগ্ন। আচমকা চলন্ত গাড়িটি মৃদু ধাক্কা দেয় তাঁর পিছনে। চমকে পিছনে তাকিয়েই শিউরে ওঠেন তিনি। নিমেষে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান তাঁকে। প্রাণে বেঁচে যান গায়ক।
সোনুর সমস্যার শুরু চলতি মাসের গোড়ায়। বেঙ্গালুরুর একটি আইটি কলেজের অনুষ্ঠানে গাইতে গিয়ে। গায়কের অভিযোগ, সেখানে এক যুবক শ্রোতা নাকি অশালীন ভঙ্গিতে তাঁকে কন্নড় ভাষায় গাওয়ার জন্য উত্ত্যক্ত করতে থাকেন। বিরক্ত গায়ক তখনই যুবকের অসহিষ্ণু আচরণের জন্য তার কয়েক দিন আগে ঘটে যাওয়া পহেলগাঁও হিংসার সঙ্গে তুলনা করেন। ব্যস, আগুনে ঘৃতাহুতি। স্থানীয় কন্নড়ভাষীরা প্রতিবাদে ফেটে পড়েন। থানায় গায়কের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। তার পরেই কন্নড় ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁর গান। যদিও গায়কের দাবি, তিনি কাউকে আঘাতের উদ্দেশ্য নিয়ে এই তুলনা টানেননি। যুবকের আচরণে পরিস্থিতি প্রায় সে রকমই তৈরি হয়েছিল!