Sonu Nigam

শ্রীনগরে আজান শুরুর আগে অনুষ্ঠান থামালেন! অতীতের বিতর্ক ভুলে সোনুকে কী বললেন অনুরাগীরা?

২০১৭ সালে মাইকে আজানের সুর নিয়ে আপত্তি জানিয়েছিলেন সোনু। আট বছর পরে একেবারে অন্য পথে হাঁটলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:১০
Share:

আজান শুরুর আগে কী করলেন সোনু? ছবি: সংগৃহীত।

একসময় মাইকে আজান চলা নিয়ে আপত্তি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার একেবারে উল্টো রাস্তায় হাঁটলেন সোনু নিগম। মাইকে আজানের সুর উঠতেই, নিজের অনুষ্ঠান থামিয়ে দিলেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল।

Advertisement

শ্রীনগরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। শ্রীনগরে এটি তাঁর প্রথম অনুষ্ঠান। সেখান থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, আজান শুরু হবে বলে দু’মিনিটের বিরতি নেন গায়ক। সোনু বলেন, “আমাকে দুটো মিনিট দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।” এই বলে অনুষ্ঠান বন্ধ রাখেন কিছু ক্ষণ। উপস্থিত শ্রোতাদর্শক সোনুর এই আচরণের যথেষ্ট প্রশংসা করেন। আজান শেষ হওয়ার পরে ফের অনুষ্ঠান শুরু করেন গায়ক। শ্রোতারাও তাঁর সুরের মূর্ছনায় ভাসেন। শ্রীনগরের ডাল লেকের কাছে এই অনুষ্ঠানে নাকি শ্রোতার সংখ্যা আশানুরূপ ছিল না। সংবাদমাধ্যমকে জানান শ্রীনগরের এক স্থানীয় বাসিন্দা।

২০১৭ সালে মাইকে আজানের সুর নিয়ে আপত্তি জানিয়েছিলেন সোনু। মুম্বইয়ে সোনু যেখানে থাকতেন তার ঠিক সামনেই একটি মসজিদ ছিল। প্রতিদিন ভোরে আজানের শব্দেই তাঁর ঘুম ভাঙত, এমনই ছিল সোনুর দাবি। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু লিখেছিলেন, “জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?” আরও একটি টুইট করে তিনি লিখেছিলেন, “মন্দির বা গুরুদ্বারে ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না।” এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সোনু। এমনকি তাঁকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement