Smriti Irani

প্রতি পর্বে ১৪ লক্ষ টাকা পাচ্ছেন স্মৃতি! রাজনীতি থেকে ফের অভিনয়ে ফিরে কী জানালেন স্মৃতি?

গত বছর অমেঠী কেন্দ্রে হেরে যান বিজেপি নেত্রী। তার পর থেকেই রাজনীতির জগতে গরহাজির তিনি। অভিনয়ে ফেরার পর থেকে স্মৃতির পারিশ্রমিক চর্চার কেন্দ্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৬:৩২
Share:

স্মৃতি তাঁর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন, ছবি: সংগৃহীত।

ফের অভিনয়ে ফিরেছেন স্মৃতি ইরানি। ফের সেই ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-তে তুলসী রূপেই ফিরেছেন তিনি। গত বছর অমেঠী কেন্দ্রে হেরে যান বিজেপি নেত্রী। তার পর থেকেই রাজনীতির জগতে গরহাজির তিনি। অভিনয়ে ফেরার পর থেকে স্মৃতির পারিশ্রমিক চর্চার কেন্দ্রে। তিনি নাকি প্রতি পর্বের জন্য প্রায় ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন! কিন্তু ধারাবাহিকের অন্য অভিনেতারা সেই তুলনায় অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন। এই বিষয়ে অবশেষে মুখ খুলেছেন স্বয়ং স্মৃতি।

Advertisement

স্মৃতির সমসাময়িক অভিনেত্রীদের প্রসঙ্গও উঠে আসে। ‘অনুপমা’ ধারাবাহিকে রূপালি গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক ৩ লক্ষ টাকা এবং হিনা খান পান ২ লক্ষ টাকা। সেই জায়গায় স্মৃতির পারিশ্রমিক ১৪ লক্ষ। এই প্রসঙ্গে স্মৃতি জানান, ২০০০ সালে তুলসী চরিত্রে খ্যাতি পাওয়ার পিছনে তাঁর বহু লড়াই রয়েছে। তিনি পারিশ্রমিকের প্রসঙ্গে বলেছেন, “সংখ্যার দিক থেকে বা ব্যবসার দিক থেকে যদি ইতিহাস তৈরি করা যায়, তা হলে গুণমানের এমন ফলক তৈরি করা যায়। কেন করা যাবে না? কারণ, আমাদের যাঁরা পর্দায় দেখেন, তাঁদের সবাই জানেনই না যে, আমাদেরও কর্মী হিসেবে অনেক বোঝাপড়ায় আসতে হয়।”

প্রায়ই অভিনয় জগতে পুরুষ ও মহিলাদের আয়ের ব্যবধান নিয়ে কথা হয়। কিন্তু স্মৃতির মতে, তিনি পুরুষদের তুলনায় বেশি রোজগার করছেন। তবে সেটা পরিশ্রমের জোরেই। অভিনেত্রী মনে করেন, তাঁর সংস্পর্শে থাকলে অন্যদেরও তারকা হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement