Smriti Irani Fees

রাজনীতি ছেড়ে ফের ধারাবাহিকে স্মৃতি ইরানি, প্রতি পর্বের জন্য কি সত্যিই পাবেন ১৪ লক্ষ টাকা?

গগনচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু পারিশ্রমিক ছিল সামান্য। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের ২৫ বছর পূর্ণ। ফের টিভির পর্দায় ফিরছেন স্মৃতি তুলসী ভিরানি হয়ে। এ বার পারিশ্রমিক কত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৯:৫৬
Share:

পর্দার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক কি সত্যিই পাচ্ছেন স্মৃতি ইরানি? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী থেকে বিজেপি নেত্রী। সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী। লম্বা এক সফর। চড়াই-উতরাই কম ছিল না স্মৃতি ইরানির জীবনে। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন। হিন্দি ধারাবাহিকে মাইলফলক হয়ে থেকে গিয়েছে স্মৃতি ইরানি অভিনীত ‘তুলসী’ চরিত্রটি। টানা আট বছর চলে এই ধারাবাহিক। গগনচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু পারিশ্রমিক ছিল সামান্য। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের ২৫ বছর পূর্ণ হল। ফের টিভির পর্দায় ফিরছেন স্মৃতি তুলসী ভিরানি হয়ে। এই ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ে নাকি প্রতি পর্বে ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্মৃতি, শোনা যাচ্ছে এমনই।

Advertisement

অভিনেত্রী হওয়ার আগে এক বহুজাতিক বেকারি সংস্থার বিপণন কর্মী হিসাবে কাজ করতেন। দোকান ধোয়ামোছার কাজ ছাড়া অন্য কাজ ওখানে ছিল না তখন। জীবিকার প্রয়োজনে সে কাজই করতে হত তাঁকে। প্রতি মাসে বেতন পেতেন ১৫০০ টাকা। সেই টাকা সঞ্চয় করে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন স্মৃতি।

সেখান থেকে সুযোগ মেলে অভিনয়ের। শোভা কপূর প্রযোজিত ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের জন্য দিনে হিসেবে তাঁর আয় ছিল ১৮০০ টাকা। গাড়ি তো দূর অস্ত, অটো করে যাতায়াত করতেন অভিনেত্রী।

Advertisement

সে সব এখন অতীত। ২০২৫ সালে নতুন ভাবে আসতে চলেছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে, সত্যিই পর্বপিছু ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন স্মৃতি। চলতি মাস থেকেই শুরু হবে সম্প্রচার। এর আগে ভারতীয় টেলিভিশনে কোনও অভিনেত্রী এই পরিমাণ পারিশ্রমিক পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement