Smriti Mandhana

জীবনে খারাপ সময় এলে নিজেকে কী ভাবে সামলান? একটি কাজ করেই অতীত ভোলেন স্মৃতি

গত রবিবার বিয়ে বাতিল হওয়ার কথা ঘোষণা করেছেন স্মৃতি। অনেকেই সহানুভূতি দেখিয়েছেন তাঁকে। কিন্তু স্মৃতির পুরনো বক্তব্য অনুযায়ী, তিনি অতীত ভুলে এগিয়ে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১২
Share:

কী ভাবে খারাপ পরিস্থিতিতে নিজেকে সামলান স্মৃতি? ছবি: সংগৃহীত।

বিয়ে বাতিল করেছেন স্মৃতি মন্ধানা। পলাশ মুচ্ছলও আলাদা বিবৃতিতে সম্পর্কে ইতি টানার কথা বলেছেন। এর মধ্যেই জানা গেল, জীবনে খারাপ সময় এলে ঠিক কী কী করেন স্মৃতি? নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন ক্রিকেটতারকা।

Advertisement

প্রত্যেকের জীবনেই ওঠাপড়া লেগে থাকে। স্মৃতি নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবনেও খারাপ সময় আসে। পুরনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, কী ভাবে সেই খারাপ সময় সামলে ওঠেন তিনি। স্মৃতি জানিয়েছিলেন, জীবনে স্বল্পমেয়াদী কিছু লক্ষ্য স্থির করেন তিনি। তাঁর স্বীকারোক্তি, “এই পদ্ধতি আমার জন্য খুব সহজ। আমি ছোট ছোট লক্ষ্য স্থির করি। আমার আজ মনখারাপ হলে, আমি লিখতে শুরু করে দেব যে আগামী সাত দিন আমি কী ভাবে কাটাতে চাই। এটা একবার করতে শুরু করে দিলে, অতীতে কী হয়েছে, তা আমি মুহূর্তে ভুলে যাই। আমাকে কী কী করতে হবে, সেই দিকেই আমি লক্ষ্য স্থির করে রাখি।”

গত রবিবার বিয়ে বাতিল হওয়ার কথা ঘোষণা করেছেন স্মৃতি। অনেকেই সহানুভূতি দেখিয়েছেন তাঁকে। কিন্তু স্মৃতির পুরনো বক্তব্য অনুযায়ী, তিনি অতীত ভুলে এগিয়ে গিয়েছেন। কারণ তিনি বলেছিলেন, “আমি একবার আমার ভাবনা বদলে নিয়ে যদি আগামী ৬-৭ দিনের পরিকল্পনা করে নিই, তা হলে আমার মনযোগ সেই দিকেই থাকে। অন্য কিছু নিয়ে আর ভাবি না।”

Advertisement

সেই সাক্ষাৎকারেই স্মৃতি জানিয়েছিলেন, ক্রিকেট তাঁকে শান্ত হতে শিখিয়েছে। শান্ত থাকার অর্থ নীরব থাকা নয়, এমনই তিনি মনে করেন। স্মৃতি বলেছিলেন, “প্রতিটা দিন নতুন মনে করতে হয়, কারণ খেলার ক্ষেত্রেও শূন্য থেকেই ইনিংস শুরু হয়। ক্রিকেট থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement