Entertainment News

সোহার ওপর ফতোয়া জারি হওয়া উচিত, কেন মনে করছে সোশ্যাল মিডিয়া?

বেবি বাম্পের ছবি পোস্ট করাটা এখন ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড। এর আগে করিনা কপূর, লিসা হেডেন-সহ অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সোহা তাঁর যোগাসনের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৫:১১
Share:

সোহা আলি খান।— ফাইল চিত্র।

এত দিন সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন কাল্কি কোয়েচলিন, এষা গুপ্তা, দীপিকা পাড়ুকোন, লিসা হেডেন, প্রিয়ঙ্কা চোপড়া প্রমুখ। এ বার বেবি বাম্পের ছবি শেয়ার করেও ট্রোলড হতে হল এক অভিনেত্রীকে। তিনি হলেন সোহা আলি খান। সম্প্রতি গর্ভাবস্থায় যোগাসনের ছবি পোস্ট করে সমালোচিত হলেন সোহা।

Advertisement

আরও পড়ুন, সোহার বেবি শাওয়ারে হাজির গ্ল্যামারাস বলিউড

বেবি বাম্পের ছবি পোস্ট করাটা এখন ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড। এর আগে করিনা কপূর, লিসা হেডেন-সহ অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সোহা তাঁর যোগাসনের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই ওয়েব দুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। কেউ বলেছেন, এই ছবি পোস্ট করে একেবারেই ভাল লাগছে না সোহাকে। কেউ বলেছেন, এই ছবি দেখে যে কমেন্ট আসবে ‘ওয়াও’, ‘সুপার’ বা ‘হটি’— সেগুলো কি সোহা সমর্থন করেন? কারও দাবি, তুমি নিজেকে মুসলিম বলে দাবি কর? তোমার ওপর তো ফতোয়া জারি হওয়া উচিত।

Advertisement

দেখুন, অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

এই সমালোচনার পর এখনও পর্যন্ত সোহা নিজে মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির অনেকেই এই সমালোচনার বিরোধিতা করেছেন। _ _

_ _

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement