salman khan

Rohit Sharma: সলমনের ভাইয়ের ২৪ বছরের বিয়ে ভাঙল! রোহিতের সঙ্গে কী সম্পর্ক সোহেলের স্ত্রী সীমার?

সোহেল খান এবং সীমা সচদেব খানের বিবাহ বিচ্ছেদের এই শোরগোলের মাঝেও সীমার সঙ্গে ক্রিকেটার রোহিত শর্মার নাম ভেসে উঠছে। কেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৬:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

২৪ বছরের দাম্পত্যে এ বার ইতি টানতে চান সলমন খানের ভাই এবং তাঁর স্ত্রী। শুক্রবার সোহেল খান এবং সীমা সচদেব খান দু’জনেই মুম্বইয়ের এক পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেছেন। আদালতের বাইরে তাঁদের ছবি ঘিরে আপাতত সরগরম বলিউড। তবে এই শোরগোলের মাঝেও সীমার সঙ্গে ক্রিকেটার রোহিত শর্মার নাম ভেসে উঠছে। কেন? কী সম্পর্ক রয়েছে রোহিতের সঙ্গে সীমার?

অনেকেই এ প্রশ্নের উত্তর খোঁজাখুঁজি শুরু করেছেন। হবে না-ই বা কেন? সেই ১৯৯৮ সালে বিয়ের পর এতগুলি বছর একসঙ্গে রয়েছেন তাঁরা। জুটির দুই সন্তানও রয়েছে। যদিও বেশ কয়েক বছর আগেই তাঁদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠেছিল। তা সত্ত্বেও নেটমাধ্যম হুজুগে মেতেছে। তা হলে আসল কথাটা খোলসা করাই যাক!

Advertisement

সীমা হলেন বান্টি সচদেবের বোন। তারকামহলে বান্টি বেশ পরিচিত নাম। কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে একটি ইভেন্ড ম্যানেজমেন্ট সংস্থার মালিক তিনি। বিরাট কোহলী, কে এল রাহুল, ঋষভ পন্থদের সঙ্গে যুক্ত এই সংস্থা। আবার তাঁর সংস্থা বহু তারকার পরামর্শদাতা হিসাবেও কাজ করে। সীমা এবং বান্টির তুতো বোন রিতিকা সচদেব। তা এই সম্পর্কে ‘হিটম্যান’ রোহিত ঢুকে পড়লেন কী ভাবে? এখনও বুঝতে পারছেন না! রোহিতের স্ত্রী-ই হলেন রিতিকা। ফলে ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল, সীমা হলেন রোহিতের শ্যালিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement